• এসআইআর আতঙ্কে আত্মঘাতী প্রদীপের ফ্ল্যাট ও দোকানে ফরেন্সিক, উদ্ধার আরও নথি
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: আগরপাড়ায় এসআইআর আতঙ্কে আত্মঘাতী প্রদীপ করের বাড়ি থেকে ফের মিলল বেশ কয়েক পাতার কাগজ। তাতে লেখা রয়েছে, এনআরসি আতঙ্কের কথা। শুক্রবার দুপুরে ফরেন্সিক টিম তাঁর আবাসন ও দোকান খতিয়ে দেখে একাধিক নথি সংগ্রহ করেছে। উদ্ধার হওয়া কাগজে লেখার সঙ্গে সুইসাইড নোটে হাতের লেখার মিলও রয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই ফের রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। 

    আগরপাড়ায় মহাজাতিনগরের প্রৌঢ় প্রদীপ কর মঙ্গলবার সকালে আত্মঘাতী হন। তাঁর দেহের পাশ থেকে সুইসাইড নোট উদ্ধার হয়। তাতে এনআরসি আতঙ্কের কথা স্পষ্ট লেখা ছিল। পরিবারের তরফে খড়দহ থানায় লিখিত অভিযোগেও এনআরসির আতঙ্ক ও এসআইআর ঘোষণার জেরে আত্মহত্যা বলে অনুমান রয়েছে। এই ঘটনাকে ইশ্যু করে আন্দোলনে নেমেছে শাসক দল। এদিন দুপুরে ফরেন্সিক টিম মহাজাতিনগরে প্রদীপবাবুর ফ্ল্যাটে আসে। সেখানে তল্লাশি চালানোর সময় চারপাতা লুজ কাগজে লেখা পাওয়া যায়। তাতে হাতের লেখার সঙ্গে সুইসাইড নোটের মিলও রয়েছে। এমনকি সেখানেও এনআরসি আতঙ্কের উল্লেখ রয়েছে। তাঁর ফ্ল্যাট থেকে এরপর ফরেন্সিক টিম উষুমপুর বটতলায় তাঁর দোকানেও যায়। পুলিশ কমিশনার মুরলীধর শর্মা বলেন, মৃতের বাড়ি ও দোকানে নিয়ম মেনে ফরেন্সিক টিম তল্লাশি চালায় এবং একাধিক সামগ্রী উদ্ধার ও নমুনা সংগ্রহ করেছে। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি কাগজও। সেইসব কাগজের লেখায় রয়েছে এনআরসি আতঙ্কের ছাপ।
  • Link to this news (বর্তমান)