নিজস্ব প্রতিনিধি, বরানগর: দমদম বিধানসভা কেন্দ্রের এক বিএলও ওয়ার্ড তৃণমূল সভাপতি। ছবি দিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির। শুধু ওই বিএলও নয়, এই বিধানসভা এলাকার ১৬ জন অঙ্গনওয়াড়ি কর্মীর নামেও অভিযোগ করা হয়েছে। বিজেপির দাবি, ওই অঙ্গনওয়াড়ি কর্মীরা শাসকদলের সঙ্গে যুক্ত। অবিলম্বে তাঁদের এসআইআর প্রক্রিয়া থেকে সরানো হোক। কমিশন সূত্রের খবর, বিএলও হিসেবে দায়িত্বপ্রাপ্ত ওই তৃণমূল নেতাকে ইতিমধ্যে সরানো হয়েছে।
দক্ষিণ দমদম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি অমলেন্দু চক্রবর্তী। তিনি স্বামীজি বিদ্যামন্দিরের কর্মী। ওই ওয়ার্ডের ২৬২ নম্বর বুথের বিএলও ছিলেন। তবে তাঁকে ফোন করা হলেও মতামত পাওয়া যায়নি। ওই ওয়ার্ডের কাউন্সিলার তথা পুরসভার জলদপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল মুনমুন চট্টোপাধ্যায় বলেন, ওঁর স্ত্রী অসুস্থ। তাই উনি নিজেই অনেক আগে বিএলও’র কাজ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছিলেন। বিতর্ক অহেতুক। দমদমের বিজেপি নেতা গৌতম সাহা মণ্ডল বলেন, বিএলও হিসেবে ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি অমলেন্দু চক্রবর্তীর নাম বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছিল। শুনেছি তাঁর নাম বাদ দিয়ে অন্য এক শিক্ষককে ওই বুথের বিএলও করা হয়েছে।