• উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে নজরকাড়া ফল রামকৃষ্ণ মিশনের
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়মিত জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি নেওয়ার ফল মিলল হাতেনাতে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে দুর্দান্ত ফল করল দুই রামকৃষ্ণ মিশনের বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা। বিস্ময়কর হল, এই পরীক্ষায় গোটা রাজ্যে প্রথম দশে থাকা ৬৯ পড়ুয়ার মধ্যে ৩১ জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। আর ২৪ জন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের। শুক্রবার ফল প্রকাশের পরে এর ব্যাখ্যা দিতে গিয়ে সংসদ সভাপতি বলেন, ‘বিজ্ঞানের ছাত্রছাত্রীরা জয়েন্টের প্রস্তুতি নিয়েই থাকে। এবার বিজ্ঞানের প্রশ্নপত্রের কিছুটা অংশ জয়েন্টের ধাঁচে ছিল। এই স্কুলগুলি বিশেষ প্রস্তুতি নেওয়ায় ফল এত ভালো হয়েছে। সার্বিকভাবেও বিজ্ঞানের পড়ুয়াদের ফল ভালো হয়েছে।’

    এই পরীক্ষায় ৬ লক্ষ ৬০ হাজার ২৬০ জন নাম নথিভুক্ত করলেও উপস্থিত ছিল ৬ লক্ষ ৪৫ হাজার ৮৩২ জন। পাশের হার ৯৩.৭২ শতাংশ। যা এখনও পর্যন্ত রেকর্ড। ছাত্র (৯৩.৮১ শতাংশ) এবং ছাত্রীদের (৯৩.৬৫ শতাংশ) পাশের হারে বিশেষ ফারাক নেই। তবে চমকে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা। ৯৬.৭২ শতাংশ পাশের হার নিয়ে শীর্ষে রয়েছে এই জেলা। পাশের হারে দ্বিতীয় স্থানে নদীয়া ( ৯৬.৬৪)। এই তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে কলকাতা (৯৩.৭৭ শতাংশ)। তবে রাজধানী শহরের কিছুটা মান বাঁচিয়েছে কৃতী তালিকা। মাত্র চারজন প্রথম দশে থাকলেও সার্বিকভাবে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।

    প্রসঙ্গত, প্রথম স্থানে থাকা দুই ছাত্র, হুগলির প্রীতম বল্লভ এবং পূর্ব মেদিনীপুরের আদিত্যনারায়ণ জানা—দু’জনেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। ইকো-স্ট্যাট-ম্যাথ বিষয় বিন্যাস নিয়ে তারা ১৯৫-র মধ্যে ১৯৩ পেয়েছে (৯৮.৯৭ শতাংশ)। প্রথম দশে ছাত্রী মাত্র তিনজন। আর কমার্স থেকে রয়েছেন মাত্র একজন। বাকিরা সবাই বিজ্ঞানের ছাত্র। পাশের হারেও বিজ্ঞান শাখার পড়ুয়ারা শীর্ষে (৯৮.৮০ শতাংশ)। এর পরে যথাক্রমে রয়েছে কমার্স (৯৪.১৯ শতাংশ) এবং আর্টস (৯২.৫৪ শতাংশ)। এবার পরীক্ষায় ‘বেস্ট অফ ফাইভ’ সূত্র প্রয়োগ করা হয়নি। অর্থাৎ ছ’টি বিষয়ের মধ্যে সেরা পাঁচটি বিষয়ের নম্বর নয়, প্রথম পাঁচটি বিষয়ের প্রাপ্ত নম্বরই ‘গ্র্যান্ড টোটাল’-এ হিসেব করা হয়েছে। ‘বেস্ট অব ফাইভ’ হিসেব হবে ফাইনাল সেমেস্টারের পর চূড়ান্ত ফলপ্রকাশের সময়। সেই নিয়ম থাকলে পাশের হার আরও বাড়ত বলেই মত সংসদের।

    তবে এমসিকিউ প্রশ্ন হওয়ায় পাশের হার বাড়লেও নম্বর যে প্রচুর উঠেছে, তা নয়। ৬০ শতাংশ বা তার বেশি পেয়েছে ৪১.১৬ শতাংশ পরীক্ষার্থী। ৭৫ শতাংশ বা তার বেশি পেয়েছে ১০.৪ শতাংশ। ৯০ শতাংশ বা তার বেশি পেয়েছে মাত্র ০.৪৮ শতাংশ। কিছু কিছু বিষয়ে প্রশ্নের মান উপরের দিকে থাকার কারণেই এই চিত্র উঠে এসেছে বলে মত অনেকের। তবে পাশের হার বেশি থাকার কারণ হিসেবে এমসিকিউর কারণে হল কালেকশনের সুবিধাকে দায়ী করেছেন অনেক শিক্ষক।

    এদিন পোর্টালে ফল দেখার পাশাপাশি স্কুলের তরফে একটি প্রভিশনাল স্টেটমেন্ট অব মার্কসও হাতে পেয়ে গিয়েছেন পরীক্ষার্থীরা। তাতে বিষয়ভিত্তিক নম্বর, মোট নম্বর, নম্বরের হার এবং পার্সেন্টাইলের উল্লেখ থাকছে। সফল ছাত্রছাত্রীদের এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী।
  • Link to this news (বর্তমান)