নিজস্ব প্রতিনিধি,কলকাতা: নাবালিকাকে হোটেলে নিয়ে এসে দেহব্যবসায় নামানোর অভিযোগে চাঞ্চল্য ছড়াল। উল্টোডাঙা থানা এলাকার একটি হোটেল থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়েছে এক নাবালিকা ও এক তরুণীকে। ঘটনায় জড়িত সন্দেহে মহিলা পাচারকারীসহ আরও চারজনকে গ্রেফতার করেছে লালবাজার। সকলের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। ‘সিল’ করে দেওয়া হয়েছে ওই হোটেল।
লালবাজারের কাছে খবর আসে, উল্টোডাঙা থানার গুরুদাস দত্ত গার্ডেন লেনের একটি হোটেলে নাবালিকাকে নিয়ে আসা হয়েছে। তাদের সঙ্গে রয়েছে এক মহিলা পাচারকারী। ওই নাবালিকাকে এখানে নিয়ে এসে বিক্রি করে দেওয়া হবে। তাকে দেহব্যবসায় নামানোর পরিকল্পনা রয়েছে। সেই খবরের ভিত্তিতে ৩০ অক্টোবর হানা দেন গোয়েন্দা বিভাগের অফিসাররা। হোটেলের একটি রুম থেকে এক নাবালিকা, অন্য রুম থেকে এক তরুণীকে তাঁরা উদ্ধার করেন তাঁরা। উদ্ধার হয় পাঁচ হাজার টাকাও। তাদের এনে দেহব্যবসায় নামানোর অভিযোগে হোটেল থেকে ধরা পড়ে এক মহিলা পাচারকারী। বেআইনি কারবার চালানোর অভিযোগে হোটেলেরই আরও চারজনকে গ্রেফতার করে লালবাজার।