আমহার্স্ট স্ট্রিটে চলন্ত বাসে ৯ লক্ষ টাকা হাতসাফাই, ধৃত গুজরাত গ্যাংয়ের মহিলা
বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এল ২৩৮ রুটের চলন্ত বাসে এক যাত্রীর ব্যাকপ্যাক থেকে ৯ লক্ষ ৫ হাজার টাকা হাতসাফাইয়ের অভিযোগে গুজরাত গ্যাংয়ের এক মহিলাকে গ্রেফতার করেছে লালবাজার। তারা জানিয়েছে, ধৃতের নাম রাধা মালি (৩০)। আদতে গুজরাতের আমেদাবাদের বাসিন্দা রাধা বর্তমানে রিষড়ার লক্ষ্মীপল্লিতে ঘরভাড়া নিয়ে থাকছিল। এই ঘটনায় জড়িত গুজরাত গ্যাংয়ের অপর এক মহিলা পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা।
গত ২৫ অক্টোবর বিকেলের ঘটনা। হাওড়া থেকে এল ২৩৮ রুটের বাসে চেপে আমহার্স্ট স্ট্রিটের চালতাবাগানে আসছিলেন কানাই জয়সওয়াল নামে জনৈক ব্যবসায়ী। প্রাথমিক তদন্তের ভিত্তিতে লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা জানতে পেরেছেন, ভিড় বাসে কানাই জয়সওয়ালের সঙ্গে রাধা মালি নামে ওই মহিলা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। ব্যবসায়ী এতে কিছুটা মগ্ন হয়ে পড়েন। সেই সুযোগে গুজরাত গ্যাংয়ের অপর মহিলা সদস্য ওই যাত্রীর পিঠের ব্যাকপ্যাক থেকে ৯ লক্ষ ৫ হাজার টাকা তুলে নেয়। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে গোয়েন্দারা রাধা মালিকে গ্রেফতার করেছেন। ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে খোয়া যাওয়া ৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার।