নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছর শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়াল। কলকাতা পুরসভা জানিয়েছে, গত সপ্তাহের (২৬ অক্টোবর পর্যন্ত) হিসেবে শহরের ১,০১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যা গত বছরের তুলনায় ২২৬ জন বেশি। আবার ২০২৩ সালে এই সময়কালে শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৪৪১। অর্থাৎ ২০২৫ সালের তুলনায় ২০২৩ সালে শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪২৪ বেশি ছিল।
পুরসভার স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে, আগের সপ্তাহে অর্থাৎ ১৯ অক্টোবর পর্যন্ত কলকাতায় ৯৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। অর্থাৎ শেষতম সপ্তাহেই ৮৫ জনের ডেঙ্গু ধরা পড়েছে। পরিসংখ্যানে আরও দেখা যাচ্ছে, ১২ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে ৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। অর্থাৎ সপ্তাহ ভিত্তিক আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছে।
সম্প্রতি বটতলা থানায় এলাকায় পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর বলি হয়েছে চার বছরের এক শিশুকন্যা। পুরসভা এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করলেও বিরোধীরা স্বাভাবিকভাবে এক্ষেত্রে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও স্বাস্থ্য বিভাগের দাবি, ১১ নম্বর ওয়ার্ড অর্থাৎ ডেপুটি মেয়র অতীন ঘোষের ওয়ার্ডে এ বছর এই একটি মাত্র ডেঙ্গু কেস ধরা পড়েছিল। গত ১০ মাসে আর একজনও ডেঙ্গু রোগীর খোঁজ মেলেনি এই ওয়ার্ডে। মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘যখন বিক্ষিপ্ত বৃষ্টি হয়, তখন ছাদের টব বা অন্যান্য জায়গায় মশার লার্ভা বেশি জন্মায়। অনেকেই সচেতন হয়েছেন। কিন্তু সকলকে সচেতন হতে হবে। তাহলেই ডেঙ্গুকে দূর করা যাবে। নিজের বাড়ির ছাদ থেকে বাড়ির আশেপাশে একটু নজর রাখুন।’ শিশুমৃত্যু নিয়ে মেয়রকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘চার বছরের শিশুর মৃত্যু নিয়ে আমি কিছু বলতে পারব না। কারণ, স্বাস্থ্যদপ্তর থেকে কিছু জানানো হয়নি। আমিও পেপারে পড়েছি। টিভিতে দেখেছি।’