গয়না ভর্তি ব্যাগ হাতসাফাই, বড়বাজার থেকে গ্রেফতার এক টেলি অভিনেত্রী
বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গয়না ভর্তি ব্যাগ হাতসাফাইয়ের অভিযোগে এক টেলি অভিনেত্রীকে গ্রেফতার করলেন লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রূপা দত্ত। বৃহস্পতিবার বড়বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।
কে এই রূপা দত্ত? লালবাজারের এক সূত্র জানাচ্ছে, আদতে কালীঘাটের বাসিন্দা রূপা দত্ত বর্তমানে গড়িয়াহাট থানার গড়চা রোডে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন। একটা সময় জনপ্রিয় অভিনেতা অঙ্কুশের সঙ্গে ‘কেল্লা ফতে’ সিনেমায় অভিনয়ও করেছেন। সেই সঙ্গে বেশ কয়েকটি বাংলা সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি ‘জয় মা বৈষ্ণোদেবী’ নামক হিন্দি সিরিয়ালেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এখন তাঁর হাতে তেমন কোনও কাজ নেই। উল্লেখ্য, ২০২০ সালে বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অশালীন মেসেজে পাঠানোর অভিযোগ তুলে সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি। এমনকি ২০২২ সালের বইমেলাতে বিধাননগর পুলিশের হাতে চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে লালবাজারের দাবি, চলতি বছরের ১৫ অক্টোবর পোস্তা থানা এলাকায় একটি দোকান থেকে দীপা আগরওয়াল নামে এক মহিলার নগদ টাকা ও ৬৩ গ্রাম সোনার গয়না ভর্তি ব্যাগ উধাও হয়ে যায়। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে রূপার ছবি হাতে পায়। ওই ছবি মাথায় রেখে বড়বাজার, পোস্তা, নিউ মার্কেট এলাকায় নজরদারি চালাচ্ছিলেন লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা। তখনই সোর্স মারফত গোয়েন্দারা এই অভিনেত্রীর কথা জানতে পারেন। এরপর বৃহস্পতিবার নন্দরাম মার্কেটের কাছ থেকে প্রথমে তাঁকে আটক করা হয়। ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাঁর গড়িয়াহাটের ফ্ল্যাট থেকে দীপাদেবীর খোয়া যাওয়া গয়না উদ্ধার হয়েছে। এদিকে, ধৃত অভিনেত্রীকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে আদালত তাঁকে ৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।