ম্যানহোলে কঙ্কাল ঘিরে রহস্য, মাসখানেক আগে মৃত্যুর ইঙ্গিত ময়নাতদন্তে
বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিকাশি নালা সাফাইয়ের কাজ চলার সময় আমহার্স্ট স্ট্রিটে ম্যানহোল থেকে রহস্যজনকভাবে অজ্ঞাতপরিচয় যুবকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আমহার্স্ট স্ট্রিট থানার ১৩৬ কেশব সেন স্ট্রিটে। মৃতের আনুমানিক বয়স তিরিশ।
কলকাতা পুরসভার এক সূত্র জানাচ্ছে, ভূগর্ভস্থ নিকাশি নালাতে জল আটকে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে নিকাশি নালা সাফাইয়ের কাজে গিয়েছিলেন পুরকর্মীরা। ঠিক তখনই ম্যানহোল থেকে কার্যত কঙ্কাল হয়ে যাওয়া ওই দেহ মেলে। স্বভাবতই কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে খুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। তারা কঙ্কালসার পচাগলা দেহটি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিন বিকেলেই কলেজ স্ট্রিটে কলকাতা পুলিশ মর্গে ময়নাতদন্ত হয়েছে। কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, ময়নাতদন্তকারী চিকিৎসকের অনুমান, অন্তত এক মাস আগে মৃত্যু হয়েছে ওই যুবকের। দেহে খুনের চিহ্ন বা আঘাত মেলেনি। তবে এবিষয়ে নিশ্চিত হতে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের সম্ভবনা উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর নেই পুলিশের কাছে। মৃত যুবক কে? তিনি কোথা থেকে, কীভাবে ম্যানহোলের ভিতরে এলেন, তা পরিষ্কার নয়। তাছাড়া, এতদিন কেউ তাঁর খোঁজ করল না কেন? ভাবাচ্ছে তদন্তকারীদের। তবে কি প্রবল বর্ষায় জলমগ্ন কলকাতার অন্যত্র ম্যানহোলে পড়ে তিনি আমহার্স্ট স্ট্রিটে ভেসে এসেছেন? নাকি দুর্ঘটনাবশত মদ্যপ অবস্থায় ম্যানহোলে পড়ে গিয়েছিলেন। সে সব প্রশ্নও উঠছে। ম্যানহোল সাফাই করতে নেমে গ্যাসে যুবকের মৃত্যু হয়েছে কি না, রহস্যমৃত্যুর তদন্তে নেমে এসব প্রশ্নের উত্তর খুঁজছে লালবাজারের গোয়েন্দারা। এখান থেকেই কঙ্কাল উদ্ধার করা হয়েছে।-নিজস্ব চিত্র