নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৮ সালে উল্টোডাঙা থানা এলাকা থেকে ১৮ গ্রাম কোকেন সহ ধৃত নাইজেরিয়ানকে সাত বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। শুক্রবার আলিপুরের দ্বাদশ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দীননাথ প্রসাদ ওই আদেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের হাজতবাসের নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি মালতী কর জানান, ২০১৮ সালের ২৭ ডিসেম্বর ওই ঘটনার পর পুলিশ অভিযুক্ত নাইজেরিয়ানকে পাকড়াও করে। তার কাছ থেকে মাদক সহ নগদ ১৫০০ টাকা উদ্ধার করে। পরে পুলিশ তদন্ত শেষ করে আলিপুর আদালতে চার্জশিট পেশ করে। মামলায় সাক্ষ্য দেন মোট ছয়জন। দীর্ঘ শুনানির শেষে এদিন আদালত অভিযুক্তকে মাদক আইনে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করে।