আজ থেকেই রাজ্যে বিএলও’দের প্রশিক্ষণ, গতি কম বিএলএ নিয়োগে
দৈনিক স্টেটসম্যান | ০১ নভেম্বর ২০২৫
রাজ্যের ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার আগে শনিবার থেকেই শুরু হচ্ছে বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও–দের ব্যাপক প্রশিক্ষণ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য থাকবে বিএলও অ্যাপ ব্যবহারের কৌশল, লগ-ইন প্রক্রিয়া, প্রযুক্তিগত দিকগুলি এবং গণনা–ফর্ম সম্পর্কে বিশদ ধারণা দেওয়া।
সব মিলিয়ে ৮০ হাজারের বেশি বিএলও’কে দেওয়া হবে বিশেষ কিট, যেখানে থাকবে পরিচয়পত্র, টুপি এবং প্রয়োজনীয় নির্দেশিকা। আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রশিক্ষণপর্ব শেষ হবে। কারণ ৪ নভেম্বর থেকেই শুরু হচ্ছে বাড়ি বাড়ি গণনাপর্ব। ভবিষ্যতে বুথ পুনর্বিন্যাস হলে যাতে সমস্যা না হয়, তা মাথায় রেখে অতিরিক্ত আরও ১৪ হাজার বিএলও’র তালিকাও প্রস্তুত করা হয়েছে।
নির্বাচন কমিশনের একটি সূত্র জানাচ্ছে, বিএলও’দের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে নিয়মিতভাবে রাজ্য পুলিশের নোডাল আধিকারিক আনন্দ কুমারের সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। এর পাশাপাশি গণনা ফর্ম ছাপার কাজও দ্রুত চলছে। সূত্রের দাবি, এখনও পর্যন্ত প্রায় ৮৫ শতাংশ ফর্ম ছাপা হয়ে গিয়েছে। বাকি ১৫ শতাংশ ফর্ম ২ নভেম্বরের মধ্যে ছাপার কাজ সম্পন্ন হবে।
এ দিনই অনুষ্ঠিত হয়েছে একটি বৃহৎ প্রস্তুতি সভা। রাজ্যের ২৯৪ জন ইআরও, তিন হাজারের বেশি এইআরও, ২৪ জন জেলা আধিকারিক, অর্থাৎ জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক— সকলেই এই বৈঠকে যোগ দেন। বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। নির্বাচন কমিশনের প্রযুক্তি বিভাগের মহাপরিচালক সীমা খান্নাও দিল্লি থেকে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় জোর দেওয়া হয় বিএলও অ্যাপ ব্যবহারের পদ্ধতি এবং গণনা ফর্মের খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে।
অন্যদিকে, বুথ স্তরের এজেন্টদেরও আগামীকাল থেকে প্রশিক্ষণ শুরু হচ্ছে, যা ৩ নভেম্বরের মধ্যেই শেষ হবে। রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্র জুড়েই এই প্রশিক্ষণ চলবে।
যদিও পশ্চিমবঙ্গে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়া শুরু হলেও বুথ লেভেল এজেন্ট (বিএলএ) নিয়োগে গতি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের পরিসংখ্যান জানাচ্ছে, রাজ্যের ভোটার সংখ্যা প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ ২৪ হাজার, অথচ বুথ লেভেল অফিসার (বিএলও) রয়েছেন ৮০ হাজার ৬৮১ জন। কিন্তু বুথ লেভেল এজেন্ট বিএলএ’র সংখ্যা মাত্র ১৮ হাজার ১১৪ জন, যা রাজ্যের ভৌগোলিক আকার এবং ভোটার সংখ্যার নিরিখে অনেকটাই কম।
পরিসংখ্যান বলছে, অন্য বড় রাজ্যগুলিতে বিএলএ নিয়োগের হার পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি। যেমন উত্তরপ্রদেশে ভোটার সংখ্যা ১৫ কোটি ৪৪ লক্ষ ২৪ হাজার। সেখানে বিএলও ১,৬২,৪৮৬ জন এবং বিএলএ ১,৯২,৯৮৬ জন। রাজস্থানে ভোটার ৫ কোটি ৪৮ লক্ষ ৮৫ হাজার, বিএলও ৫২,৪৯০ জন এবং বিএলএ ৯৭,৮৭৩ জন। অর্থাৎ তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে বিএলএ’র সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম।