• রাজ্যে বিএলওদের প্রশিক্ষণ শুরু, ছত্তিসগড়ে বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী, শনিবার কোন খবরে নজর?
    এই সময় | ০১ নভেম্বর ২০২৫
  • ২০০০ সালে ১ নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল ছত্তিসগড়। দেশের ২৬তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল ছত্তিসগড়। শনিবার ছত্তিসগড়ের ২৫তম প্রতিষ্ঠা দিবসের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নজর থাকবে সেই দিকে।

    শনিবার ছত্তিসগড়ে দেশের প্রথম ডিজিটাল মিউজ়িয়ামের উদ্বোধন হবে। দেশের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সমাজের কৃতিত্ব তুলে ধরতেই এই মিউজ়িয়াম নির্মাণ করা হয়েছে। রায়পুর অটল নগরে তৈরি হয়েছে এই মিউজ়িয়াম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিউজ়িয়ামের উদ্বোধন করবেন।

    রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে SIR-এর কাজ। ১ নভেম্বর থেকে রাজ্যের প্রায় ৮০ হাজার বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু হচ্ছে। জেলায় জেলায় এই প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। নজর থাকবে সেই দিকে।

    দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে লড়ছে ভারত এ। ঋষভ পন্তের কামব্যাক ম্যাচে চাপে ভারত এ। প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা করেছিল ৩০৯ রান। জবাবে ২৩৪ রানে অলআউট হয়ে যায় ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩০ রান করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা, সেই সঙ্গে তাদের লিড এখন ১০৫ রানের। নজর থাকবে এই ম্যাচে।

    AIFF সুপার কাপে শনিবার জোড়া ম্যাচ। ইন্টার কাশি এবং জামশেদপুর মুখোমুখি হবে বিকেল সাড়ে চারটেয়। এফসি গোয়া বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায়।

    রঞ্জি ট্রফিতে তৃতীয় ম্যাচে ত্রিপুরার মুখোমুখি হবে বাংলা। প্রথম দুই ম্যাচ জিতে রঞ্জি অভিযান শুরু করেছে লক্ষ্মীরতন শুক্লার টিম। এ বার আগরতলায় জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য থাকবে বাংলার। শনিবার সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।

  • Link to this news (এই সময়)