• ভারত-চিন সীমান্তে তুষারপাত, পর্যটকরা উচ্ছ্বসিত হলেও সতর্কতা জারি সিকিমে
    এই সময় | ০১ নভেম্বর ২০২৫
  • অক্টোবর মাস শেষ হতে না হতেই তাপমাত্রা নামল সিকিমে। সেই সঙ্গেই বরফ পড়তে শুরু করেছে সিকিমে। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে ভারত-চিন সীমান্ত। নাথুলা পাস, বাবা মন্দির, লাচুং, লাচেং ছাঙ্গু লেকে এই দৃশ্যের সৌন্দর্য্য উপভোগ করছেন পর্যটকরা। শীতের শুরুতেই এই রকম আবহাওয়া পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। তবে শুক্রবার নাথুলা এলাকায় তুষারপাত হতে সতর্কতা জারি করেছে প্রশাসন।

    শুক্রবার সকালে উত্তর সিকিমে লাচুং থানার ইউমিসামডং এলাকা ও চুংথাং-এ ভারী তুষারপাত হয়েছে। চারিদিক বরফে ঢেকে গিয়েছে। বাড়ি-ঘর রাস্তাঘাট, গাছপালা সব কিছুই বরফে ঢেকেছে। সেই অপরূপ দৃশ্যের স্বাক্ষী থাকলেন পর্যটক ও স্থানীয়রা। শীত পড়ার আগেই এই তুষারপাতে স্বাভাবিকভাবেই খুশি সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরা। তুষারপাতের পর এলাকায় বেরিয়ে অপরূপ শোভা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তাঁরা। শীতের মরশুমের শুরুতেই তুষারপাতের ফলে খুশি স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও। তাঁদের আশা মরশুমের শুরুতেই তুষারপাত আরও পর্যটকদের টানবে।

    তবে, এই নিয়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবারও সিকিমে তুষারপাত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    এর ফলে বেশ কিছু এলাকায় পারদ নেমেছে শূন্যের কাছাকাছি। রাস্তা বরফে ঢাকা পড়ায় গুরুত্বপূর্ণ রুটে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এই পরিবেশ আরও ২৪ ঘণ্টা থাকতে পারে বলে জানানো হয়েছে।

    তুষার জমে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়ায় স্থানীয় কর্তৃপক্ষ পর্যটক এবং পরিবহন মালিকদের উঁচু স্থানে ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছেন। বর্ডার রোডস অর্গানাইজেশন ওই রাস্তাগুলি পরিষ্কার রাখার কাজ চালিয়ে যাচ্ছে।

  • Link to this news (এই সময়)