• সকালে রোদের দেখা মিললেও বদলে যেতে পারে আকাশ, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা?
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহান্তে কলকাতায় ফের বৃষ্টির পূর্বাভাস। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টির সাক্ষী রয়েছে শহর। এরইমধ্যে শনিবারও কলকাতায় বৃষ্টির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে তিলোত্তমা নগরী।হাওয়া অফিসের বার্তা অনুযায়ী, এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি ও ২৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল, শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৮ ডিগ্রি। যা কিনা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪.২ ডিগ্রি বেশি।অন্যদিকে, শুক্রবার রাত থেকেই টানা বৃষ্টির সাক্ষী রয়েছে উত্তরবঙ্গ। ইংলিশবাজার সহ মালদহ জেলার প্রায় সর্বত্রই বিকেল ৫টার পর থেকে বৃষ্টিপাত শুরু হয়।  দফায় দফায় ভারী বৃষ্টি কনকনে হওয়ায় শীতের আমেজ উত্তর দিনাজপুর জেলাজুড়ে। জলপাইগুড়ি জেলায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৬৯ মিমি। ১২০ মিমি বৃষ্টিপাত হয়েছে মালদহতেও। আবার শতাধিক মিমির বেশি বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ারেও।
  • Link to this news (বর্তমান)