স্টাফ রিপোর্টার, পুরুলিয়া: বিএলও নিয়ে নির্বাচন কমিশনকে বিঁধলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার পুরুলিয়ায় জঙ্গলমহল সাহিত্য উৎসবের উদ্বোধনে এসে রাজ্যের বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের মন্ত্রী ব্রাত্য বসুর দাবি, নির্বাচন কমিশন শিক্ষকদেরকে বিএলও বানাতে চাইছে। অথচ এই বিষয়ে শিক্ষাদপ্তরের কাছে কোনওরকম চিঠিই দেয়নি। প্রশ্ন তোলেন, একটি সরকারি সংস্থার আরেকটি সরকারি সংস্থাকে চিঠি দিতে কী সমস্যা?লুকোছাপার কী আছে, সেটাও তিনি বুঝতে পারছেন না বলে জানান।
এসআইআর-এর কারণে কমিশন শিক্ষকদের বিএলও হিসাবে নিয়োগ করছে। এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “বিএলও-র বিষয়ে নির্বাচন কমিশন কী করছে শিক্ষাদপ্তরের কাছে লিখিত কোনও কমিউনিকেশন নেই। অথচ ওরা রাজ্যে এসআইআর করবে বলছে। শিক্ষকদের যদি বিএলও বানাতে চাও তা হলে শিক্ষাদপ্তরকে একটা প্রকৃত কমিউনিকেশন দিক। লিখিত জানাক। একটা সরকারি সংস্থা আরেকটা সরকারি সংস্থাকে চিঠি দেবে এতে সমস্যা কী রয়েছে? কী লুকোছাপা আছে আমি বুঝতে পারছি না।”
এসআইআর প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি বিপজ্জনক দল। এর থেকে বড় সার সত্য নেই। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ম্যাপ তুলে প্রমাণ করে দিয়েছেন বিজেপি ম্যাপ বোঝে না।” মায়ানমার থেকে রোহিঙ্গা বাংলায় প্রবেশের বিষয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে মন্ত্রী বলেন, “মায়ানমার মানে বর্মা। সেখান থেকে কলকাতা। আজাদ হিন্দ ফৌজ আসার রাস্তা। বিজেপি তাকে বিদ্রুপ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ওই চারটে রাজ্যে এসআইআর কেন হবে না? বিজেপির এই রাজনীতি ঠিক নয়।” মন্ত্রীর কথায়, “এসআইআর নিয়ে বিজেপি গোটা রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে।”