সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি, উত্তরে দুর্যোগের আশঙ্কা
প্রতিদিন | ০১ নভেম্বর ২০২৫
নিরুফা খাতুন: বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। সপ্তাহান্তে ফের হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এদিকে, ‘মান্থা’র প্রভাবে ভিজছে উত্তরবঙ্গের জেলাগুলি। প্লাবনের আশঙ্কায় ক্রমশ বাড়ছে উদ্বেগ।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য আরব সাগরে নিম্নচাপ শক্তিশালী হবে। গভীর নিম্নচাপ তৈরি হয়ে এই সিস্টেম গুজরাট উপকূলে অবস্থান করছে। এর ল্যান্ডফলের সম্ভাবনা কম। তবে ঘূর্ণিঝড় ‘মান্থা’ নিম্নচাপ রূপে ঝাড়খণ্ড থেকে বিহারের দিকে সরছে। আগামী ২৪ ঘন্টায় এটি আরও দুর্বল হয়ে শক্তি হারাবে। তবে তার প্রভাবে বাংলায় বৃষ্টি চলবে। সপ্তাহান্তে শনিবার ও রবিবার কলকাতা-সহ হাও়়ড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়া বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। কমবে বৃষ্টির পরিমাণ। সোম ও মঙ্গলবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আবার বুধ ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর বৃষ্টিতে ভিজতে পারে।
সপ্তাহান্তে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি প্রায় একইরকম। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রবিবারও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। লাগাতার বৃষ্টির ফলে বাড়ছে নদীগুলির জলস্তর।
নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কাও করা হচ্ছে। পাহাড়ের দৃশ্যমানতাও কমতে পারে। এদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রায় তেমন কোনও হেরফেরের সম্ভাবনা নেই। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৮-৯০ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।