‘বিধানসভা ভোটে বিজেপি জয়ী হলে আবার এক হবে দুই বাংলা’! সাংসদ জগন্নাথের মন্তব্যে শোরগোল
আনন্দবাজার | ০১ নভেম্বর ২০২৫
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে যুযুধান দুই শিবির তৃণমূল এবং বিজেপির ‘লড়াই’ তুঙ্গে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি যখন ‘অবৈধ ভোটার’ বাদ দেওয়াকে প্রচারের হাতিয়ার করেছে, তৃণমূল তখন হুঁশিয়ারি দিয়েছে এক জন যোগ্য ভোটারের নামও বাদ গেলেই দিল্লির বুকে আন্দোলন করবে। এই আবহে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে মন্তব্য করে বিতর্কে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।
গত বৃহস্পতিবার মাটিয়ারি বানপুরে বিজেপির একটি সভা ছিল। সেখানে বেশ কয়েক জন ব্যক্তি পদ্মশিবিরে নাম লেখান। কর্মীদের উদ্বুদ্ধ করতে নানা কথা বলেন জগন্নাথ। তার মাঝেই তাঁর মন্তব্য, ‘‘কথা দিচ্ছি, এ বারের ভোটে (বিধানসভা) আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।’’ বিজেপি সাংসদের সংযোজন, ‘‘তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না। কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে।’’
বাংলার সাংসদের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জগন্নাথের মন্তব্যের নিন্দা করেছেন। তিনি বলেন, ‘‘জগন্নাথ সরকারের মন্তব্যে বিজেপির দ্বিচারিতা প্রকাশ্যে এল। এক দিকে তারা বলছে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। অন্য দিকে তারাই বলছে, ‘কাঁটাতার তুলে দেব।’ তাদের এই দ্বিচারিতা বাংলার মানুষ বুঝে নেবেন।’’