• নদিয়ায় আটক বাংলাদেশের ‘মুক্তমনা ব্লগার’! পরে ছেড়েও দেওয়া হল
    আনন্দবাজার | ০১ নভেম্বর ২০২৫
  • সন্দেহজনক গতিবিধির কারণে আটক করা হয়েছিল বাংলাদেশের ‘মুক্তমনা ব্লগার’ হিসাবে পরিচিত মুফতি আব্দুল্লাহ আল মাসুদকে। শুক্রবার নদিয়ার গয়েশপুরের একটি ভাড়া বাড়ি থেকে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় গয়েশপুর ফাঁড়ি পুলিশ। জানা গিয়েছে, ওই ব্লগারের ভারতে থাকার ভিসার মেয়াদ ইতিমধ্যেই উত্তীর্ণ হয়েছে।

    পুলিশ সূত্র অনুযায়ী, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে ২০১৬ সালে জনপ্রিয় হয়েছিলেন বাংলাদেশী ব্লগার মুফতি আব্দুল্লা আল মাসুদ। তাঁর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে ঈশ্বরের অস্তিত্ব ও নাস্তিকতা সম্পর্কে একাধিক তত্ত্বমূলক ভিডিয়ো পোস্ট করা হয়। বাংলাদেশের একটি ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি পাওয়ার পর ২০১৮ সালে তিনি টুরিস্ট ভিসায় ভারতে আসেন। প্রথমে তিনি কলকাতায় ভাড়া থাকলেও, একাধিক ঠিকানা পরিবর্তনের পর বর্তমানে নদিয়ার গয়েশপুরের একটি বাড়িতে ভাড়া ছিলেন।

    সূত্রের খবর, ভারতে থেকেই তিনি ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে একাধিক ভিডিয়ো তাঁর ইউটিউব চ্যানেলে পোস্ট করতেন।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাঝেমধ্যে আব্দুল্লার সঙ্গে বাংলাদেশের একাধিক ব্যক্তি দেখা করতে আসতেন। তিনি খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোতেন না এবং এলাকার লোকজনের সঙ্গে স্বাভাবিক ভাবে মিশতেন না, যা তাঁর গতিবিধি নিয়ে এলাকায় গুঞ্জন তৈরি করে। স্থানীয়দের দাবি, ছিল যে তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

    এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার সুপার আশিস মৌর্য বলেন, ‘‘উনি বাংলাদেশের নাগরিক, সে ব্যাপারে আমরা তথ্য পেয়েছিলাম। ওঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ওঁর ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। মেয়াদ বৃদ্ধির জন্য উনি আবেদনও করেছেন। গোটা বিষয়টি আমরা স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রককে জানিয়েছি। আপাতত ওঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’’
  • Link to this news (আনন্দবাজার)