ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে বিপ্লব এনেছেন কে? কোহলি নয়, অন্য ক্রিকেটারের নাম নিলেন দ্রাবিড়
আনন্দবাজার | ০১ নভেম্বর ২০২৫
গত কয়েক বছরে ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট খেলার ধরন বদলে গিয়েছে। এখনকার দল আরও আগ্রাসী। ঝুঁকি নিতে ভয় পায় না তারা। সাহসী ক্রিকেট খেলেই অভ্যস্ত। এই বদলের নেপথ্যে আসলে কে রয়েছেন? অনেকেই বলবেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব বা শুভমন গিলের নাম। তবে রাহুল দ্রাবিড় এঁদের কাউকেই বেছে নেননি। তাঁর মতে, রোহিত শর্মাই বদলে দিয়েছেন ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের ঘরানা। পরবর্তীতে যা অনুসরণ করছে গোটা বিশ্ব।
দ্রাবিড়ের মতে, রোহিত দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে আরও আগ্রাসী, ভয়ডরহীন ক্রিকেট খেলতে শুরু করেছিল। ইউটিউবের একটি অনুষ্ঠানে এসে দ্রাবিড় বলেছেন, “আমার আগে কী হয়েছিল তা নিয়ে কথা বলব না। তবে আমি কোচের দায়িত্বে আসার পর থেকে ওর সঙ্গে অনেক আলোচনা করেছি। ও তখন স্পষ্ট করে দিয়েছে যে, ঠিক কী ভাবে খেলতে চায়। সেখানেই আরও আগ্রাসী ক্রিকেটের কথা বলেছিল। শুরুতেই সেই চেষ্টা করতে থাকি আমরা। গোটা বিশ্বে সে দিকেই খেলাটা এগোচ্ছিল বলে আমার মনে হয়েছে।”
দ্রাবিড়ের সংযোজন, “ভারতের খেলার ধরন বদলে দেওয়ার জন্য রোহিত অনেকাংশে দায়ী। দলকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যেতে সাহায্য করেছে। আরও আগ্রাসী এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে খেলেছে।”
ভারতের প্রাক্তন কোচ মনে করেন, ভারতের খেলার ঘরানা বদলে দিয়েছে গোটা বিশ্বের টি-টোয়েন্টি খেলার ধাঁচকেও। সকলেই এখন আগ্রাসী খেলতে চাইছেন। দ্রাবিড় বলেছেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে খেলাটা ঠিক কেমন হয় সেটা ভারতকে দেখেই অনেক দেশ শিখেছে। টি-টোয়েন্টিতে আমাদের ব্যাটিংয়ের কোনও তুলনাই হয় না। বাকি দেশগুলো আমাদের খেলা দেখে ভাবে, ‘আমাদেরও ওদের মতো খেলতে হবে’। এখন গোটা বিশ্ব আমাদের অনুকরণ করার চেষ্টা করছে।”
কোচ নয়, দ্রাবিড়ের মতে, এই বদলের আসল কাণ্ডারি ক্রিকেটারেরা। কারণ মাঠে গিয়ে তাঁরাই ঝুঁকি নেওয়ার সাহস দেখান। দ্রাবিড়ের কথায়, “খেলোয়াড়েরাই যা করার করে। ওদের সেই ক্ষমতা রয়েছে। ওরা ঝুঁকি নিতে পারে। আপনি কোচ হিসাবে ওদের নিশ্চয়তা দিতে পারেন। দিনের শেষে ওরাই সেই সুযোগগুলো কাজে লাগায়।”