পুলিশের জন্য মানসিক স্বাস্থ্যের শিবির বিধাননগরের শিক্ষা প্রতিষ্ঠানে
আনন্দবাজার | ০১ নভেম্বর ২০২৫
কোথাও নিজেরই সার্ভিস রাইফেল থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হয়েছেন পুলিশকর্মী, কোথাও পথচলতি মানুষদের লক্ষ্য করে গুলি চালিয়ে, শেষে নিজেকেও গুলিবিদ্ধ করেছেন পুলিশকর্মী। এমন একাধিক ঘটনা ঘটেছে, যেখানে পুলিশকর্মীর মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। গত কয়েক বছরে এমন একাধিক ঘটনায় পুলিশের মানসিক স্বাস্থ্য নিয়ে নানা মহলে আলোচনাও হয়েছে বিস্তর। পুলিশের তরফে থানা স্তরে মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়েছে কমিশনারেট ধরে ধরে। শুক্রবার এমনই এক শিবির হয়েছে বিধাননগরে।
টেকনো ইন্ডিয়া কলেজের ওই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্মীরা। টেকনো ইন্ডিয়া গ্রুপের তরফে এই শিবিরের অন্যতম উদ্যোক্তা মানসী রায়চৌধুরী বলেন, ‘‘সমস্ত রকম জরুরি পরিস্থিতি প্রথমে পুলিশকর্মীরাই সামলান। তাঁদের মানসিক দিকটি নিয়ে কাজ করার ভাবনা থেকেই এই পদক্ষেপ। টেকনো ইন্ডিয়া প্রতিষ্ঠানের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগ ‘মনোসিজ’-এর অধীনে এই প্রথম পুলিশকর্মীদের নিয়ে কাজ হচ্ছে।’’
এ দিনের শিবিরে ছিলেন বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারাও। বিধাননগর দক্ষিণের সহকারী নগরপাল পদমর্যাদার আইপিএস অফিসার ঈশান সিংহ বলেন, ‘‘কঠিন পরিস্থিতির মধ্যে পুলিশকে কাজ করতে হয়। ছুটি নেই বললেই চলে। পরিবারকেও সময় দেওয়া যায় না। কোভিডের সময়ে পুলিশ যে ভাবে সব ছেড়ে কাজ করেছে, সেটা সকলেরই মনে আছে। কাজের মধ্যে বহু সময়েই ক্লান্তি আসে কিংবা বিভিন্ন সমস্যার সঙ্গে লড়তে হয়। পুলিশের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত এমন শিবিরের উদ্যোগ কার্যকর।’’
নিজেদের অভিজ্ঞতার নানা দিক শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেন পুলিশকর্মীরা। মনোরোগ চিকিৎসক সুকন্যা বসু বলেন, ‘‘ভাল থাকার পথ খুঁজে নিয়েই কাজ এগোতে হয়। মানসিক সু-স্বাস্থ্য ছাড়া কোনও কাজ, কোনও শিক্ষাই পরিপূর্ণ নয়।’’