বিদেশে কর্মরত মালিকের প্যান কার্ড এবং আধার কার্ড জাল করে প্রায় ৩৪ লক্ষ টাকার ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় বাড়ির পরিচারককে গ্রেফতার করল পুলিশ। শাহজাদা খান নামে ওই অভিযুক্তকে শুক্রবার আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে পেশ করা হলে ৬ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ হয়।
সরকারি আইনজীবী শুভাশিস ভট্টাচার্য বলেন, ‘‘একবালপুর থানা এলাকার ভূকৈলাস রোডের বাসিন্দা সরফরাজ খান কর্মসূত্রে অস্ট্রেলিয়ায় থাকেন। তাঁর বৃদ্ধ বাবা-মা থাকেন একবালপুরে। তাঁদের দেখাশোনা ও চিকিৎসার ব্যবস্থা করার জন্য স্থানীয় বাসিন্দা শাহজাদাকে নিয়োগ করেছিলেন সরফরাজ। তাঁর একটি ডেবিট কার্ড, ব্যাঙ্কের নথি, আধার কার্ড এবং প্যান কার্ড শাহজাদার কাছে রাখা ছিল। জরুরি কোনও পরিস্থিতিতে শাহজাদা যাতে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারেন, তার জন্যই ওই সব নথি ও কার্ড তাকে দিয়ে রেখেছিলেন সরফরাজ। মা-বাবার জন্য টাকা পাঠাতেন সরফরাজ। ডেবিট কার্ডের মাধ্যমে তাঁর এখানকার অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলত শাহজাদা।
পুলিশ জানায়, সরফরাজের প্যান কার্ড এবং আধার কার্ড নকল করে ভুয়ো আধার ও প্যান কার্ড তৈরি করেছিল শাহজাদা। সেগুলিতে বসিয়েছিল নিজের ছবি। ওই সব ভুয়ো পরিচয়পত্রের সাহায্যে ছ’টি ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ড তৈরি করায় সে। সেগুলির মাধ্যমে প্রায় ৩৪ লক্ষ টাকার জালিয়াতি করে শাহজাদা। গত অগস্ট মাসে সরফরাজ দেশে ফেরার পরে বিষয়টি জানতে পারেন। তার পরেই ফেরার হয়ে যায় শাহজাদা। একবালপুর থানায় অভিযোগ দায়ের করেন সরফরাজ। বৃহস্পতিবার রাতে শাহজাদাকে গ্রেফতার করে পুলিশ।