১৮ ডিসেম্বর শিল্প-বাণিজ্য কনক্লেভ, ডিসেম্বর মাসে কলকাতায় বড়ো মাপের শিল্প-বাণিজ্য সম্মেলনের আয়োজন করছে রাজ্য সরকার
আনন্দবাজার | ০১ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিসেম্বর মাসে কলকাতায় বড়ো মাপের শিল্প-বাণিজ্য সম্মেলনের আয়োজন করছে রাজ্য সরকার। ধনধান্য অডিটোরিয়ামে ১৮ ডিসেম্বরে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প ও বাণিজ্য জগতের অনেক বিশিষ্ট ব্যক্তি যোগ দিয়ে পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ সম্পর্কে আলোচনা করবেন। এনিয়ে শুক্রবার নবান্নে বৈঠক হয়। মুখ্যমন্ত্রী এবং অর্থদপ্তরের প্রধান মুখ্য পরামর্শদাতা অমিত মিত্র, মুখ্যসচিব মনোজ পন্থ এবং বিভিন্ন দপ্তরের প্রধান সচিবরা ছিলেন। বৈঠকের পর ১৮ তারিখের কর্মসূচি ঘোষিত হয়। গত ফেব্রুয়ারিতে বিজিবিএস এবং পরবর্তীকালে উত্তরবঙ্গে অনুষ্ঠিত হয় শিল্প সম্মেলন। এরপর ডিসেম্বরে উদ্যোগটি নেওয়া হয়। এই কর্মসূচির অনেকগুলি উন্নয়নমুখী লক্ষ্য: কর্মসংস্থান, রপ্তানি এবং প্রাকৃতিক সম্পদ ভিত্তিক শিল্প-বাণিজ্যের প্রসার। ছোটো ও মাঝারি শিল্পের প্রসার নিয়েও এখানে আলোচনা হবে। পাট, পর্যটন প্রভৃতি যেসব ক্ষেত্রে রাজ্য অগ্রণী, সেসব শিল্পের প্রসঙ্গ উঠবে কনক্লেভে। শিল্পে আরও বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিই রাজ্যের পাখির চোখ।
পশ্চিমবঙ্গে শিল্প-বাণিজ্যে সফল উদ্যোগীদের মাধ্যমে কর্মসংস্থান এবং রপ্তানি বাণিজ্য কতটা সম্ভব হয়েছে, তা বিস্তারিত জানা যাবে। তাঁরা এখানে আরও কী ধরনের বিনিয়োগে আগ্রহী এই সম্মেলন থেকে জানা যাবে সেই তথ্যও। পশ্চিমবঙ্গে শিল্পের অগ্রগতির ধারা অব্যাহত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে অমিতবাবু জানিয়েছেন। এদিকে ডিসেম্বর থেকে জেলাভিত্তিক ছোটো-মাঝারি ও ক্ষুদ্র শিল্পের সিনার্জি সম্মেলন শুরু হবে। এই কর্মসূচি নিয়েও এদিন বিস্তারিত আলোচনা হয়েছে। এবার সিনার্জি সম্মেলন শুরু হবে হাওড়া থেকে। কারণ ছোটো শিল্পে হাওড়া একসময় অগ্রণী ছিল। সেই ঐতিহ্য তুলে ধরে এই জেলায় আরও শিল্প প্রসারে ব্রতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জেলা ভিত্তিক সিনার্জি ডিসেম্বরের পরেও চলতে পারে।