• ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট, মৃত ৯
    এই সময় | ০১ নভেম্বর ২০২৫
  • অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনা। একাধিক মৃত্যুর খবর সামনে আসছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির রিপোর্ট অনুযায়ী, অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একাদশী উপলক্ষে শনিবার মন্দিরে বহু পুণ্যার্থী আসেন। একটা সময়ে হাজার হাজার মানুষের ভিড় সামাল দেওয়া দুষ্কর হয়ে ওঠে। তাতেই চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কি, হুড়োহুড়িতে মাটিতে পড়ে যান অনেকেই। তাতেই এই পরিস্থিতি বলে খবর। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

    মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, ‘শ্রীকাকুলামের কাশীবুগ্গায় ভেঙ্কটেশ্বর মন্দিরে যা ঘটেছে, তা মর্মান্তিক। পুণ্যার্থীদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা আহত হয়েছে, তাঁদেরও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

    স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদেরও ঘটনাস্থলে গিয়ে পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    বিস্তারিত আসছে

  • Link to this news (এই সময়)