• চট্টগ্রাম থেকে বিহারের বুদ্ধগয়ায় যাচ্ছিল পুণ্যার্থীদের বাস, জাতীয় সড়কে দুর্ঘটনা
    এই সময় | ০১ নভেম্বর ২০২৫
  • বুদ্ধগয়ায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাংলাদেশের পুণ্যার্থীদের বাস। আহত ২৩ জন। শনিবার ১৯ নম্বর জাতীয় সড়কের জামালপুর থানার মুসুণ্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সকলকেই চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সকলেই স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

    গত ২৯ অক্টোবর বিহারের বুদ্ধগয়া দর্শনের জন্য পুণ্যার্থীদের একটি দল দু’টি বাসে যাচ্ছিলেন। দুই বাসে ১১৭ জন ছিলেন। শুক্রবার ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বুদ্ধগয়া যাওয়ার পথে জামালপুরের মুসুন্ডায় একটি কন্টেনার গাড়ি ধাক্কা মারে। দুর্ঘটনায় কমবেশি সকলেই আহত হন। এর মধ্যে ২৩ জনের আঘাত গুরুতর হওয়ায় জামালপুর থানার পুলিশ তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

    বাসে থাকা পুণ্যার্থীদের একজন জানান, তাঁরা বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছেন। সেখানকার বুদ্ধগয়া থেকে ২৯ তারিখ সন্ধেয় তাঁরা রওনা দেন। পেট্রোপোল-বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত পার করে এ দেশে এসে বিহারের বুদ্ধগয়ার উদ্দেশে বাসে ওঠেন। শনিবার ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা।

  • Link to this news (এই সময়)