ভেঙ্কটেশ্বর মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত ১২
বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
১ নভেম্বর, অমরাবতী: কার্তিক মাসের একাদশীর শুভ তিথিতে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় ভেঙ্কটেশ্বর মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। জখম হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।স্থানীয় সূত্রে খবর, একসঙ্গে কয়েক হাজার মানুষ চলে আসায় ভিড় সামাল দেওয়া যায়নি। যার জেরেই চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কি, হুড়োহুড়িতে মাটিতে পড়ে যান অনেকেই। এরফলেই ঘটে পদপিষ্টের ঘটনা।দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে জেলা প্রশাসন বিশেষ ভাবে পরিস্থিতির দিকে নজর রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। কী ভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, ভিড় নিয়ন্ত্রণে কোথায় ত্রুটি ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।