নিজস্ব প্রতিনিধি, মালদহ: আজ, ১ নভেম্বর, মালদহের রূপকার প্রয়াত কংগ্রেস নেতা এবিএ গনি খান চৌধুরীর জন্মদিন। শনিবার তাঁর ৯৯ তম জন্মদিন পালিত হল মালদহ জুড়ে। এদিন সকাল থেকে কংগ্রেস তৃণমূল, উভয় দলের নেতৃত্বই গনি খান চৌধুরীর জন্মদিন পালন করে।সকালে ইংলিশবাজারের কোতওয়ালিতে গনি খান চৌধুরীর বাড়িতে প্রয়াত নেতার ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। এরপর বাড়ির কাছেই গনি খান চৌধুরী সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঈশা। সাংসদ বলেন, “মানুষের জন্য কাজ করতে করতে এবিএ গনি খান চৌধুরী সকলের বরকত সাহেব হয়ে উঠেছিলেন। তাঁর জন্মদিন শুধুমাত্র আমাদের পরিবারের জন্যই নয়, সমগ্র মালদহবাসীর জন্য একটা খুশির দিন হয়ে ওঠে।” এদিন সকালে ইংলিশবাজার পুরসভার তরফেও মালদহের রূপকার গনি খান চৌধুরীর জন্মদিন পালন করা হয়। শহরের বৃন্দাবনী ময়দানে পুরসভার মুক্তমঞ্চের সামনে থাকা গনি খানের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল শুভময় বসু। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, “বরকতদার স্বপ্নই ছিল মানুষের জন্য কাজ করা। তিনি মুর্শিদাবাদের সালারে জন্মগ্রহণ করলেও মালদহের একজন হয়ে উঠেছিলেন।”