• পদপিষ্ট হয়ে মৃত্যু হস্তি শাবকের! চাঞ্চল্য নকশালবাড়িতে
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, নকশালবাড়ি: বড় হাতির পদপিষ্টে মৃত্যু হল হস্তিশাবকের! শনিবার নকশালবাড়ির মেরিভিউ চা বাগানে মাস দুয়েকের হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার করল বনবিভাগ। প্রাথমিক অনুমান করা হচ্ছে, বড় হাতির পদপিষ্টে হস্তিশাবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে দাবি কার্শিয়াং ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডের। তিনি বলেন, “শুক্রবার রাতে হাতির একটি দল বাগডোগরা বনাঞ্চল ঘেঁষে মেরিভিউ চা বাগান এলাকায় গিয়েছিল। সেখানে হাতির দল চলাফেরার সময়ই হস্তিশাবকটি পদপিষ্ট হয়েছে। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরে সঠিক ভাবে বলা যাবে।” 
  • Link to this news (বর্তমান)