মন-থা’র জেরে জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি, ফসলের ক্ষতি নিয়ে চিন্তায় কৃষকরা
বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মন-থা’র জেরে জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির জেরে ফসলের ক্ষতি নিয়ে চিন্তায় কৃষকরা। এখন ধান কাটার মরশুম। কিছু জমিতে ধান কাটা হলেও অনেক জমিতে পাকা ধান রয়ে গিয়েছে। বৃষ্টির জেরে ওই ধান নষ্ট হয়েছে বলে দাবি কৃষকদের। তাঁরা জানাচ্ছেন, অনেক জায়গায় ধানের জমিতে জল জমে গিয়েছে। ধানের পাশাপাশি সবজি চাষেরও ক্ষতির আশঙ্কাও রয়েছে।জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন বলেন, “গতকালের তুলনায় আজ আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ এখন অনেকটাই কম, আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। কৃষিদপ্তরের কর্মী, আধিকারিকরা বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর রিপোর্ট এলেই ফসলের ক্ষতি নিয়ে বিস্তারিত বলা যাবে।”