• এসআইআর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মঙ্গলবার মিছিলের ডাক মমতা-অভিষেকের
    দৈনিক স্টেটসম্যান | ০১ নভেম্বর ২০২৫
  • এসআইআর নিয়ে রাজ্য-রাজনীতি সরগরম। গত সোমবার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণা করে নির্বাচন কমিশন। একজন বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে দিল্লিতে ধরনা দেওয়ার কথা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলল রাজ্যের শাসকদল। সেই অভিযোগ মঙ্গলবার পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    ৪ নভেম্বর, মঙ্গলবার মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওই দিনই বাড়ি বাড়ি গিয়ে বিএলও-দের এসআইআরের কাজ শুরু করার কথা। আর সেই দিনেই বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ তুলে পথে নামছেন মমতা এবং অভিষেক। মঙ্গলবার দুপুর দেড়টার সময়ে রেড রোডে বিআর আম্বেদকরের মূর্তির সামনে কলকাতা ও লাগোয়া জেলার নেতা-কর্মীদের জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর আড়াইটে নাগাদ শুরু হবে মিছিল। অম্বেডকর মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে মিছিল পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এসআইআর নিয়ে প্রতিবাদ মিছিলে সংববিধান প্রণেতা অম্বেদকর এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে তৃণমূল জুড়তে চাইছে বলে মত ওয়াকিবহাল মহলের।

    গত সোমাবার এসআইআর প্রক্রিয়ার কথা ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বিশেষ নিবিড় সংশোধন ঘোষণার পরেই আত্মঘাতী হয়েছেন উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। সুইসাইড নোটে এনআরসিকে দায়ী করেছেন তিনি। বীরভূমের ইলামবাজারে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন ৯৫ বছরের ক্ষিতীশ মজুমদার। এছাড়া ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় এসআইআর-এ নাম বাদ যাওয়ার আতঙ্কে বিষ খেযেছেন দিনহাটার বাসিন্দা খায়রুল শেখ। এ নিয়ে গোড়া থেকে সোশাল মিডিয়ায় বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। এবার পথে নেমে আরও বড় প্রতিবাদ সংগঠিত করতে চাইছেন তাঁরা।

    এসআইআর নিয়ে দলে বার্তা দিতে শুক্রবারই তৃণমূলের প্রায় ১৮ হাজার নেতার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএলও-দের সারাক্ষণ নজরে রাখার কথা বলেন। বিএলও যখন বাড়ি বাড়ি যাওয়া শুরু করবে তখন তাঁদের সঙ্গে দলের নিযুক্ত বুথ লেভেল এজেন্ট-২কে থাকতে বলা হয়েছে। এই কয়েক মাস বিএলওদের সঙ্গ থেকে কাজ করার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারও নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূল সেনাপতি। ১০০ শতাংশ ফর্ম যাতে পূরণ হয়, তাও নিশ্চিত করতে বলা হয়েছে।

    দোরগোড়ায় ছাব্বিশের বিধানসভা নির্বাচন। এসআইআরের নামে বৈধ ভোটারদের নাম তালিকা বাদ দিতে পারে বলে সরব হয়েছে শাসকদল তৃণমূল। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে শাসকদল। এ নিয়ে জনতাকে সতর্ক করতেই মঙ্গলবার পথে নামছেন তৃণমূল সুপ্রিমো। আর ওই দিনই অর্থাৎ ৪ নভেম্বর তৃণমূল রাজ্যজুড়ে চালু করছে হেল্পডেস্ক।  শুক্রবার বিএলএ-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক থেকে এই নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একমাস ধরে ৬হাজার ২০০টি হেল্পডেস্ক চলবে। এসআইআরের ফর্ম পূরণ বা অন্য কোনও সমস্যা হলে হেল্পডেস্ক থেকে সাহায্য করা হবে। আর সেদিন মিছিল শেষে জনতার উদ্দেশে মমতা-অভিষেক কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)