বাংলাদেশে বাপের বাড়ি না যেতে পারায় ছাদে গায়ে আগুন দিইয়ে আত্মঘাতী বধূ
দৈনিক স্টেটসম্যান | ০১ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার রাতে বাড়ির ছাদে গিয়ে গায়ে আগুন দেন উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর
এক বধূ। তাঁর বাপের বাড়ি বাংলাদেশে এবং শ্বশুরবাড়ি ভারতে। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে তিনি বাংলাদেশে নিজের বাপের বাড়ি যেতে চাইছিলেন। শ্বশুরবাড়ি
মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে
স্বামী,
শ্বশুর
আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, পনেরো
আগে বাংলাদেশের নবাবগঞ্জ থেকে সবুজ সরকারের সঙ্গে
ভারতে আসেন কাকলি। গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গে এসআইআর
হ
পরিবার
আতঙ্কে ছিল।অন্য দিকে, বেশ
দিন ধরে তাঁকে বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য
বলছিলেন কাকলি। কিন্তু সবুজ বলেছিলেন,
মিটলে
বাংলাদেশে
যাবেন। কিন্তু সে কথা
কাকলি। বৃহস্পতিবার রাতে
।
‘কাল রাত ৮টা নাগাদ
ছাদে গিয়ে আগুন ধরিয়ে
গায়ে।
বাংলাদেশে
বাপের বাড়ি
যেতে চেয়েছিল। বাবার অসুখ। দেখতে চেয়েছি
। আমরা
। কিন্তু এই
মধ্যে বাচ্চাদের নিয়ে যেতে
করেছিলাম। তার পর থেকে বলে যাচ্ছিল
ভাল লাগছে না। বাংলাদেশ যেতে চা
। আত্মহত্যার আগে একটা চিঠি লিখে গিয়েছে।কাউকে দায়ী করেনি।’
পুলিশ সূত্রে খবর, বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা
হয়েছে।
স্বামী সবুজ সরকার, শ্বশুর সুরেশ সরকার এবং ভাসুর শান্তি সরকারকে
।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি
, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড়
(এসআইআর) ঘোষণার পর
আত্মহত্যা করেছেন। এসআইআর
উত্তর ২৪ পরগনার প্রদীপ সরকারের পর বীরভূম জেলার ইলামবাজারে
ক্ষিতীশ মজুমদার
। মমতার দাবি, কোচবিহারের দিনহাটার বাসিন্দা খাইরুল শেখের আত্মহত্যার
এসআইআর
‘প্রত্যেক নাগরিককে বলছি, বিশ্বাস হারাবেন না। কোনও
পদক্ষেপ
করবেন না।
সরকার আপনা
পাশে আছে বাংলায়
এনআরসি হতে দেব না। সামনের
পিছনের
দরজা দিয়ে
নয়।
বৈধ নাগরিককেও আমরা ‘বহিরাগত’
।
শেষ রক্তবিন্দু দিয়ে মানুষের অধিকারের জন্য ল
ব। বিজেপি
জোটসঙ্গীদের উদ্দেশ্য সফল হতে দেব না।
এসআইআর
Link to this news (দৈনিক স্টেটসম্যান)