বিশ্বজিৎ মিত্র: যে SIR-এ BLO-দের নিয়েই সামনে আসছে নানাবিধ বিতর্ক! এবার সেই SIR-এর বিরোধিতায় সরব খোদ বিএলও! আর এবারও ঘটনাস্থল সেই নদিয়া। নদিয়ার শান্তিপুরের এক বিএলও-র ভূমিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। নাম প্রসেনজিৎ সাহা।
অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশে SIR সংক্রান্ত সচেতনতা বাড়ানোর দায়িত্বে থাকা প্রসেনজিৎ সাহা ওই বিএলও-ই প্রকাশ্যে SIR ও NRC-র বিরোধিতা করেছেন। সম্প্রতি শান্তিপুর জন উদ্যোগ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের SIR বিরোধী বিক্ষোভে অংশ নেন পেশায় শিক্ষক প্রসেনজিৎ সাহা নামে ওই BLO। সেখানেই তাঁকে দেখা যায় মাইক হাতে কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে নেতৃত্ব দিতে। প্রসেনজিৎ সাহা ১৯৬ নম্বর বুথের BLO।
বিষয়টি সামনে আসতেই সরব হয়েছে বিজেপি। দলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মুখপাত্র সোমনাথ কর প্রশ্ন তুলেছেন, যে ব্যক্তি নিজেই SIR-এর বিরোধী, তিনি কীভাবে নিরপেক্ষভাবে বাড়ি বাড়ি গিয়ে কমিশনের কাজ করবেন? যদিও 'বিতর্কিত' BLO প্রসেনজিৎ সাহার দাবি, তাঁর রাজনৈতিক মতামত ও সরকারি দায়িত্ব আলাদা।