• বিমানবন্দরে যাতায়াত এবার আরও সহজে! ইয়েলো লাইনে বাড়ছে মেট্রো... জানুন টাইমিংস...
    ২৪ ঘন্টা | ০১ নভেম্বর ২০২৫
  • অয়ন ঘোষাল: সোমবার ৩ নভেম্বর থেকে ঢেলে সাজানো হচ্ছে ইয়েলো লাইন মেট্রো পরিষেবা। বিমানবন্দরে যাওয়ার জন্য এখন অনেক রাতের মেট্রো ধরতেও আর সমস্যা হবে না যাত্রীদের। আবার বিমানবন্দরে নেমে রাতে গন্তব্যে পৌঁছোনোও হতে চলেছে সহজ। কারণ কলকাতা মেট্রোর হলুদ লাইনে (নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর) বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। ৩ নভেম্বর, সোমবার থেকে শুরু হবে এই পরিষেবা। একথা জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। 

    সোমবার থেকে শুক্রবার, হলুদ লাইনে যাত্রীরা আরও সকালে এসে ধরতে পারবেন মেট্রো। চলবেও আগের থেকে বেশি রাত পর্যন্ত। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার থেকে শুক্রবার, হলুদ লাইনে মোট ১২০টি ট্রেন (৬০টি আপ, ৬০টি ডাউন) চলাচল করবে। নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো এতদিন ছাড়ত সকাল ৭টা ৫৫ মিনিটে। এখন তা ছাড়বে সকাল ৭টা ১৮ মিনিটে। ওদিকে বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশে সকালে প্রথম মেট্রো ছাড়ত ৮টার সময়ে। সোমবার থেকে তা ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে। আর নোয়াপাড়া থেকে বিমানবন্দর যাওয়ার জন্য শেষ মেট্রো এতদিন ছাড়ত রাত ৮টায়। সোমবার থেকে তা ছাড়বে রাত ৯টা ৫৮ মিনিটে। বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী শেষ মেট্রোও সোমবার থেকে রাত ৮টা ৫ মিনিটের বদলে ৯টা ১৮ মিনিটে ছাড়বে। সোমবার থেকে শুক্রবার, সপ্তাহের ৫ দিনই মিলবে এই পরিষেবা।

    শনিবারও হলুদ লাইনে মেট্রোর সংখ্যা বাড়তে চলেছে। এত দিন ওই রুটে সপ্তাহান্তে ৪৪টি মেট্রো চলত। রবিবার এত দিন ওই রুটে চলত ৪০টি মেট্রো। এবার তা বেড়ে হচ্ছে ৭৮টি (৩৯টি আপ এবং ৩৯টি ডাউন)। ৩ নভেম্বরের পরের সপ্তাহান্ত থেকে সেই সংখ্যা বেড়ে হবে ৯২ (৪৬টি আপ, ৪৬টি ডাউন)। শনি এবং রবিবার ওই রুটে ১৮ মিনিট অন্তর মিলবে মেট্রো। আগে ৩৫ মিনিট অন্তর মিলত পরিষেবা। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, বিমানবন্দরে যাতায়াতের সুবিধার জন্যই এই ব্যবস্থা চালু করা হচ্ছে।

  • Link to this news (২৪ ঘন্টা)