ভরা রাস্তায় ঝাড়খণ্ডের পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন! ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কিছু?
প্রতিদিন | ০১ নভেম্বর ২০২৫
শাহজাদ হোসেন, ফরাক্কা: গুলিতে ‘খুন’ হলেন এক পাথর ব্যবসায়ী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পাকুর থানার লক্ষ্মণপুর এলাকায়। মৃতের নাম মকবুল শেখ। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদের জঙ্গিপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি পাকুর থানার লক্ষ্মণপুর এলাকায়। পাথর ব্যবসায়ী হওয়ার সুবাদে গ্রামে বিত্তশালী বলেই তিনি পরিচিত। গতকাল, শুক্রবার রাতে কোনও গ্রাম্যবিবাদ দেখা দিয়েছিল বলে অভিযোগ। সেসময় মকবুল শেখ এলাকাতেই ছিলেন। এলাকারই একটি চায়ের দোকান থেকে তিনি বাড়ি ফিরছিলেন। সেসময় তাঁকে লক্ষ্য করে পিছন থেকে গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।
তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে পাকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই পাথর ব্যবসায়ীকে মুর্শিদাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তাতেই তাঁর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়। সেই পরিস্থিতিতে তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান বলে খবর।
ওই ব্যক্তিকে লালন শেখ নামে এলাকারই এক যুবক গুলি করেছিল বলে অভিযোগ। পরে পুলিশ তদন্তে নেমে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। এছাড়াও আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। বিবাদের সময় ব্যক্তিগত কোনও শত্রুতার থেকেই কি এই খুন? নাকি অন্য কোনও কারণ? সেই প্রশ্ন উঠছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।