সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মাসে দাম বেড়েছিল। উৎসব ফুরোতেই দাম কমল এলপিজি সিলিন্ডারের। তবে এই মূল্যবৃদ্ধি ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। নভেম্বর মাস থেকেই দেশজুড়ে কার্যকর হচ্ছে নতুন দাম। কলকাতায় কত হল বাণিজ্যিক গ্যাসের দাম?
ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৬ টাকা ৫০ পয়সা কমে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারপিছু দাম হচ্ছে ১৬৯৪ টাকা। অক্টোবর মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারপিছু দাম ছিল ১৭০০ টাকা ৫০ পয়সা। গত মাসের তুলনায় ৫ টাকা কমে নভেম্বরে রাজধানী দিল্লিতে দাম হয়েছে ১৫৯০.৫০ টাকা। চেন্নাইয়ে ৪ টাকা ৫০ পয়সা কমে দাম হয়েছে ১৭৫০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ৫ টাকা কমে বাণিজ্যিক গ্যাসের নতুন দাম হয়েছে ১৫৪২ টাকা।
বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত। বলে রাখা ভালো, ২০২৪ সালের মার্চ মাসে নারী দিবসে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর মাসের পর মাস রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়নি। গত এপ্রিলে একধাক্কায় ৫০ টাকা দাম বাড়ায় কেন্দ্র। যার জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ে মধ্যবিত্তরা। আশা ছিল, পুজোর মুখে গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম কমতে পারে। কিন্তু তা তো হয়নি। নতুন মাসেও কলকাতার ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য থাকছে ৮৭৯ টাকা।