সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ভোটের মুখে এবার ভোটকুশলী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া প্রশান্ত কিশোরকে তোপ দাগলেন প্রভাবশালী নির্দল সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব। ‘বাহুবলী’ সাংসদের দাবি, ভোটে লড়ার ধুয়ো তুলে বাজার থেকে কয়েক শো কোটি টাকা তুলেছে জন সুরজ পার্টি। ‘ওঁকে কে দিল এত টাকা?’ প্রশ্ন তুলেছেন নির্দল সাংসদ। তাঁর আরও দাবি, মুখেই বিজেপি বিরোধিতা করছেন প্রশান্ত। আদতে অমিত শাহর ‘ছুপা রুস্তম’ প্রাক্তন ভোটকুশলী। শীর্ষ বিজেপি নেতার অঙ্গুলি হেলনেই কাজ করেন তিনি।
নিজের প্রয়োজনে সব ঘাটের জল খেয়েছেন প্রশান্ত কিশোর, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কটাক্ষের স্বরে বলেন পাপ্পু যাদব। ‘বিহারে এসে নীতিশ কুমারকে পালিত পিতা বলেছেন, জগনমহোন রেড্ডির সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়…।’ বিহার রাজনীতির পোড় খাওয়া নেতা আরও বলেন, “প্রশান্তজি বলেছেন, অমিত শাহ তাঁর প্রার্থীদের হুমকি দিচ্ছেন। এটা আদৌ ভয় দেখানো নয়, এটা একটা বোঝাপড়া। বন্ধুত্ব।”
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় পাপ্পু যাদব বলেন, কোন সংস্থা প্রশান্ত কিশোরকে টাকা দিচ্ছে, তার উল্লেখ নেই প্রমাণপত্রে। ‘তাহলে কে টাকা দিচ্ছে?’ যাদব আরও দাবি করেন, প্রশান্ত এই নির্বাচনে প্রায় ৬৫০ কোটি টাকা সংগ্রহ করেছেন। জন সুরজের নেতার বিরুদ্ধে বিহার লুটের অভিযোগ এনেছেন তিনি। এরপর নির্দল সাংসদের মন্তব্য, “আমি এমন লোকদের ঘৃণা করি যারা সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়।”
প্রশান্ত কিশোরকে ‘প্রতারক’ বলতেও পিছপা হননি পাপ্পু যাদব। তিনি বলেন, “কখনও আপনি (প্রশান্ত কিশোর) বলেন যে আপনি মুখ্যমন্ত্রী হবেন না, কখনও আপনি বলেন যে আপনি এমএলএ হবেন না, কখনও আপনি বলেন যে আপনি পরিবর্তন আনবেন।” এর অর্থ কী? উল্লেখ্য, নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। দুই দফায় ছয় এবং ১১ নভেম্বর ভোট গ্রহণ হবে। আর গণনা হবে ১৪ নভেম্বর। ভোটের আগে এই প্রতিশ্রুতি ভোটারদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে।