• ‘কারও সঙ্গে যাব না’, বিহার ভোটে জোট জল্পনা ওড়ালেন প্রশান্ত কিশোর
    প্রতিদিন | ০১ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের নির্বাচন নিয়ে ফের বিস্ফোরক দাবি প্রশান্ত কিশোরের। খোলাখুলি জানিয়ে দিলেন জোট করবেন না কোনও দলের সঙ্গে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন নির্বাচনের ফলাফল নিয়ে কী ভাবছে তাঁর দল। বিজেপি-কে সরাসরি আক্রমণ শাণিয়ে কিশোরের দাবি, তিনি জোট করবেন না তা লিখে দিতে পারলেও অমিত শাহ নিশ্চিত করতে পারবেন না বিজেপি ঘোড়া কেনাবেচা করবেন না।  

    শুক্রবার, প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর জানিয়ে দিয়েছেন, বিহারের নির্বাচনের আগে তাঁর দল কারোর সঙ্গে জোট করেনি। নির্বাচনের পরেও জোট হবে না বলে দাবি তাঁর। এখানেই থামেননি প্রশান্ত কিশোর। ক্যামেরার সামনে তিনি সাদা কাগজে লিখে দেন কতগুলি আসন পাবে তাঁর দল।

    প্রশান্ত কিশোর জানিয়েছেন, “আমি দু’টো সম্ভাবনা দেখছি। মানুষ জন সুরজকে বিকল্প হিসেবে দেখছে। কিন্তু ভোট দেওয়ার জন্য বিশ্বাস প্রয়োজন। বহু বছর ধরে তাঁরা আশাহত অবস্থায় রয়েছেন, তাই তাঁদের বিশ্বাস চাই।” কিশোর জানিয়েছেন তাঁর দলের সামনে দু’টি সম্ভাবনা রয়েছে। হয় তাঁর দল ১০টির থেকেও কম আসন পাবেন, অথবা ১৫০টির বেশি আসন পাবেন।

    জোট গঠনের প্রশ্নে প্রশান্ত কিশোর সরাসরি আঙ্গুল তুলেছেন ‘ঘোড়া কেনাবেচা’র দিকে। কিশোরের দাবি, “যদি এমন অবস্থা তৈরি হয় যেখানে আমাদের ছাড়া সরকার গঠন সম্ভব নয়, সেক্ষেত্রে বিধায়করা দল বদল করবেন আমি জানি। আমি তাঁদের থামাতে পারবো না।” ঘুরিয়ে বিজেপি-কে আক্রমণ শাণিয়ে প্রশান্ত কিশোর বলেন, তিনি বিধায়কদের আটকাতে পারবেন না এবং সেই বিষয়ে তিনি সৎ। বিজেপি-কে চ্যালেঞ্জ করে কিশোরের দাবি, ‘অমিত শাহকে লিখে দিতে বলুন, যদি এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়, তাহলে কোনও বিধায়ককে কেনা অথবা তাঁদের উপর চাপ দেওয়া হবে না।’

    অন্যদিকে, বিহারে ভোটের মুখে এবার ভোটকুশলী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া প্রশান্ত কিশোরকে তোপ দাগলেন প্রভাবশালী নির্দল সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব। ‘বাহুবলী’ সাংসদের দাবি, ভোটে লড়ার ধুয়ো তুলে বাজার থেকে কয়েক শো কোটি টাকা তুলেছে জন সুরজ পার্টি। ‘ওঁকে কে দিল এত টাকা?’ প্রশ্ন তুলেছেন নির্দল সাংসদ।
  • Link to this news (প্রতিদিন)