দীর্ঘদিন ভারতে বাস! সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ফেরার আগে বসিরহাটে দু’দিনে গ্রেপ্তার ৫৬ অনুপ্রবেশকারী
প্রতিদিন | ০১ নভেম্বর ২০২৫
গোবিন্দ রায়, বসিরহাট: বিভিন্ন সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ! দেশের বিভিন্ন জায়গায় সঠিক তথ্য গোপন করে কাজও করার অভিযোগ। এবার সীমান্ত পেরিয়ে লুকিয়ে বাংলাদেশ ফেরার পথে পাকড়াও। গত দু’দিনে মোট ৫৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হল বলে খবর। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর সীমান্ত এলাকায়। বিএসএফ জওয়ানদের হাতে তাঁরা পাকড়াও হন বলে খবর।
বিএসএফ ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে স্বরূপনগরের সীমান্ত এলাকায় একাধিক নারী, পুরুষ, শিশুকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। সীমান্তে টহল দেওয়া জওয়ানদের সেই বিষয়টি নজরে আসে। তাদের জেরা করতে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। ভারতে থাকার কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি তাঁদের থেকে। পরে জানা যায়, তাঁরা এদেশে অবৈধভাবে ভারতে থাকছিলেন। রাতের অন্ধকারে বাংলাদেশ যাওয়ার চেষ্টা চলছিল। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের আজ, শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।
এর আগের দিনও স্বরূপনগর এলাকায় গ্রেপ্তার করা হয় ১১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্ত দিয়ে তাঁরা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। তাঁদেরও কোনও ভারতে থাকার বৈধ কাগজপত্র ছিল না। ওই অনুপ্রবেশকারীদেরও গ্রেপ্তার করে বিএসএফ। দু’দিনের গ্রেপ্তার হওয়া অনুপ্রবেশকারীদের মধ্যে অনেক শিশুও আছে। পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে এসআইআরের কাজ শুরু হয়েছে। সেই আবহে অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়া আগেই গ্রেপ্তার হয়েছে। এত বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।