• ভরদুপুরে যুবককে ধারালো অস্ত্রের কোপ! পানিহাটিতে রক্তারক্তি, আটক ১
    প্রতিদিন | ০১ নভেম্বর ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: রক্তারক্তি কাণ্ড পানিহাটিতে। ভরদুপুরে বেসরকারি সংস্থায় কর্মরত যুবককে ধারালো অস্ত্রের কোপ! শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সোদপুর স্টেশন রোড অঞ্চলে। আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। বাকি দুই অভিযুক্ত পলাতক ২। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম ইন্দ্রজিৎ। তিনি সোদপুরের বাসিন্দা। আহত যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল অভিযুক্ত যুবকদের। বেশ কয়েকদিন ধরে যুবককে ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। আজ, শনিবার ইন্দ্রজিতের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় একদল যুবক। অভিযোগ ইন্দ্রজিৎকে ধরে বেধড়ক মারধর করা হয়। কেড়ে নেওয়া হয় তাঁর ফোনও। তারপর তাঁকে কোপানো হয়। সোদপুরের মতো জায়গায় ভরদুপুরে এই কাণ্ড ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    রক্তারক্তি কাণ্ডের খবর পাওয়ার পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। ইন্দ্রজিতের উপর হামলা চালানোর অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বাকি দুই জন পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে ঠিক কী কারণে যুবকের উপর হামলা তা জানা যায়নি। আহত ইন্দ্রজিৎকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)