BLO প্রশিক্ষণে তুলকালাম নজরুল মঞ্চে, ‘নিরাপত্তা না পেলে কাজ নয়’, হুঁশিয়ারি কর্মীদের
প্রতিদিন | ০১ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে এসআইআর লাগু হয়ে গিয়েছে সপ্তাহের প্রথমেই। এই মুহূর্তে চলছে ব্লক লেভেল অফিসার বা বিএলও-দের প্রশিক্ষণ পর্ব। আর এই প্রশিক্ষণ ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি হয়ে উঠল কলকাতা-সহ একাধিক জেলায়। তার মূল কারণ, বিএলও-র প্রশিক্ষণ নিতে আসা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীদের একাধিক দাবিদাওয়া।
শিক্ষকদের দাবি, তাঁদের বিএলএও-র দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ স্কুল কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, এই সময়ের মধ্যে তাঁদের স্কুল রেজিস্ট্রারে ‘অনুপস্থিত’ দেখানো হবে। তাতেই ঘোরতর আপত্তি শিক্ষকদের। তাঁদের স্পষ্ট দাবি, অনুপস্থিত নয়, বিএলও-র কাজে যোগ দিলে তাঁদের ‘অন ডিউটি’ হিসেবেই চিহ্নিত করতে হবে। আরও দাবি, ভোটের মতো প্রশিক্ষণ পর্বেও বিএলও-দের কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে কাজে যোগ দিয়েও কাজ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএলও-দের একটা বড় অংশ। এনিয়ে শনিবার নজরুল মঞ্চে উত্তপ্ত পরিস্থিতি। দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরেও একই পরিস্থিতি। বিএলও-রা একযোগে প্রতিবাদ জানালেন।
২৮ অক্টোবর থেকে বিএলও-দের প্রশিক্ষণ শুরু হয়েছে। চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এর মাঝে শনিবার নজরুল মঞ্চে বিএলও-দের প্রশিক্ষণ নিয়ে গন্ডগোল শুরু হয়। প্রশিক্ষণ নিতে যাঁরা গিয়েছেন, তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশনের তরফে এদিন কোনও প্রমাণপত্র দেওয়া হয়নি। এক শিক্ষিকার কথায়, ”আজ যে ফর্ম দেওয়া হয়েছে, সেটায় কিছুই উল্লেখ নেই। এই ফর্ম দিয়ে আমরা স্কুলে প্রমাণ দেখাতে পারব না যে আমরা বিএলও ট্রেনিংয়ে এসেছিলাম। আগের দিনগুলিতে ঠিকঠাক প্রমাণ দেওয়া হয়েছিল। আমাদের দাবি, আজও এমন একটা ফর্ম দিতে হবে যাতে স্কুলে দেখাতে পারি যে আমরা আজও ট্রেনিংয়ে আছি।” আরেক শিক্ষকের কথায়, ”আমরা কাজ করতে চাই। কিন্তু আমাদের পক্ষে যথাযথ প্রমাণ দিতে হবে কমিশনকে আর নিরাপত্তাও চাই। নইলে কাজ করতে পারব না।”
এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, বিএলও-দের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবি মেনে নেওয়া হয়নি। সাফ জানানো হয়েছে, প্রশিক্ষণ চলাকালীন সুরক্ষা দেবে রাজ্য সরকার। এছাড়া বড় বুথগুলিতে ২ জন বিএলও-র দাবিও ছিল, পূরণ হয়নি তাও।