২৬ এর আগে রাম-বাম আঁতাত! ভোট দিতে এবার বামেদের ডাক সুকান্তের
প্রতিদিন | ০১ নভেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার: সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে সারা দেশের পাশাপাশি
‘রান ফর ইউনিটি’ কর্মসূচিতে অংশ নিল বঙ্গ বিজেপিও। রাজ্য বিজেপির যুব মোর্চার উদ্যোগে এই ঐক্যের দৌড়ে বাংলায় দলের ঐক্য দেখাতে কলকাতায় রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত একসঙ্গে পা মেলালেও কলকাতায় তাঁদের সঙ্গে দেখা গেল না বঙ্গ বিজেপির আরেক প্রধান মুখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু রইলেন কাঁথিতে, সেখানেই নিজের জেলায় পালন করলেন এই কর্মসূচি। এদিকে, বিজেপিকে জেতাতে বাম ও অতি বামদের পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য বৃহস্পতিবার আবেদন করেছিলেন শমীক ভট্টাচার্য। রাজ্য সভাপতির সেই বক্তব্যকেই এদিন সমর্থন জানিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তর বক্তব্য, “তৃণমূল বিরোধী সব শক্তিকে এক জায়গায় আসা দরকার। তাই রাজ্য সভাপতি বামেদের আহ্বান জানিয়েছেন।”
গেরুয়া শিবিরের একাংশের মত, পাশাপাশি শুভেন্দু, শমীক ও সুকান্তকে কলকাতায় হাঁটতে দেখলে কর্মীদের মধ্যে ঐক্যের বার্তা যেত। কিন্তু শুভেন্দু কাঁথিতে থাকায় সেটায় একটা খিঁচ রয়ে গেল। শুক্রবার মুরলীধর সেন লেনে বিজেপির পুরনো রাজ্য দপ্তর থেকে এই দৌড়ের সূচনা করেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, রাজকমল পাঠক, সজল ঘোষ, তমোঘ্ন ঘোষ প্রমুখ নেতৃত্ব। শুভেন্দু অধিকারী কাঁথিতে এই দৌড়ে অংশগ্রহণ করেন। বিধায়ক অগ্নিমিত্রা পাল ছিলেন আসানসোলে। রাজনৈতিক মহলের মতে, বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত যে বাম ভোটেই তা এদিন সুকান্তর বক্তব্যে স্পষ্ট। রাম-বাম আঁতাত ফের সামনে এসে গিয়েছে। তাই তৃণমূলকে আটকাতে বামেদেরকেও পাশে দাঁড়ানোর। আহবান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।