• শ্বশুরবাড়িতে গিয়ে অগ্নিদগ্ধ কলকাতা পুলিশের এএসআই
    এই সময় | ০১ নভেম্বর ২০২৫
  • শ্বশুরবাড়িতে গিয়ে অগ্নিদগ্ধ কলকাতা পুলিশের এক এএসআই। দগ্ধ হন বাড়ির আরও দু’জন। শুক্রবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আকুঞ্জিপাড়ায় এই ঘটনা ঘটে। রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে আগুন ধরে যায় বাড়িতে। দগ্ধ হন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (রিজার্ভ ফোর্স) সঞ্জয় কুণ্ডু, তাঁর শ্বশুর জগন্নাথ পাল ও খুড়শাশুড়ি সবিতা পাল। তিন জনকেই বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শরীরে অনেকটা অংশই পুড়ে গিয়েছে।

    সূত্রের খবর, শুক্রবার রাতে সবিতা পাল রাতের খাবার তৈরি করছিলেন। হঠাৎ গ্যাস শেষ হয়ে যাওয়ায় নতুন সিলিন্ডার লাগাতে যান। তাতে কিছু সমস্যা হওয়ায় সিলিন্ডার থেকে গ্যাস বেরোতে শুরু করে। এর পরেই দেওরের ঘরে ডাকাডাকি করেন। দেওর জগন্নাথ পাল ও তাঁর জামাই সঞ্জয় কুণ্ডু সেখানে যান। কোনও মতে সিলিন্ডার লাগিয়ে লাইটার ধরাতেই ঘরে আগুন লেগে যায়। গোটা রান্নাঘর জ্বলতে থাকে। আগুনের হলকায় দগ্ধ হন তাঁরা।

    রান্নাঘরের জিনিসপত্র, দরজা, জানলা, ফ্রিজেও আগুন লেগে যায়। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা যান। তড়িঘড়ি খবর দেওয়া হয় বিষ্ণুপুর দমকল বিভাগে। একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনজনকে ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

    হাসপাতালের বেডে শুয়েই কলকাতা পুলিশের কর্মী সঞ্জয় কুণ্ডু বলেন, ‘শ্বশুরবাড়িতে এসেছিলাম। সেখানেই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। আমিও ওই ঘরে ছিলাম। আমারও শরীর পুড়ে যায়।’ খবর পেয়ে হাসপাতালে যান বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী। তিনি বলেন, ‘১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জানান, পাড়ায় দুর্ঘটনা ঘটেছে। তিন জন অগ্নিদগ্ধ। আমি এসে দেখি তিনজনেরই ক্ষত গুরুতর। সিলিন্ডার বদলানোর সময়ে এই দুর্ঘটনা ঘটে।’

  • Link to this news (এই সময়)