• অশান্তি থামাতে যাওয়া পুলিশকর্মীদের হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার ৪
    এই সময় | ০১ নভেম্বর ২০২৫
  • জমি নিয়ে পরিবারের মধ্যে অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ। আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করছিল। কিন্তু এরই মধ্যে পুলিশকে পাল্টা হেনস্থা করার অভিযোগ উঠল। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে শ্যামপুর থানার শশাটিগ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে। ঘটনায় শ্যামপুর থানার পুলিশ অশোক সামন্ত, সঞ্জয় সামন্ত, বিশ্বনাথ সামন্ত এবং সুরজিৎ প্রামাণিক নামে চার জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে পুলিশকে হেনস্থা, সরকারি কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

    পুলিশ সূত্রে খবর, মুকুন্দপুরের বাসিন্দা রমেশ সামন্তর ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে বিবাদ চলছিল। শুক্রবার সকালে সেই জমির উপর দিয়ে বড় ভাইয়ের অনুমতিতে বিদ্যুতের তার নিয়ে যাওয়া নিয়ে আপত্তি তোলেন অন্য ভাইয়েরা। এই নিয়েই বিতর্কের সূত্রপাত।

    সূত্রের খবর, অশান্তি চলাকালীন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দু’পক্ষকে বোঝানোর চেষ্টা করলেও অশান্তি মেটেনি। এর পরেই শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তরা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এমনকী, পুলিশকে হুমকি পর্যন্ত দেওয়া হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার পাশাপাশি পুলিশ কর্মীদের হেনস্থা করারও অভিযোগ উঠেছে। পুলিশ প্রশাসন সূত্রে খবর, ঘটনার সময়ে পুলিশকর্মীদের ঠেকাতে মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়। আর এর পরেই ঘটনাস্থল থেকে চারজন অভিযুক্তকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় এলাকার পরিবেশ থমথমে।

  • Link to this news (এই সময়)