দিল্লির ওয়াজিরপুরে বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, জখম মহিলা
বর্তমান | ০২ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি, ১ নভেম্বর: রাজধানীর ওয়াজিরপুরে সিলিন্ডার বিস্ফোরণ। আগুন লাগল বাড়িতে। দুর্ঘটনায় জখম হলেন এক মহিলা। দুর্ঘটনাটি ঘটেছে আজ, শনিবার সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ। স্থানীয়রা জানান, সকালের দিকে এলাকার একটি বাড়িতে আচমকাই সিলিন্ডার বিস্ফোরণ হয়। আগুন লেগে যায় ওই বাড়িটিতে। দাউদাউ করতে জ্বলতে থাকে বাড়ির একাংশ।খবর পেয়ে অকুস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। জনবহুল এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে। আশেপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দেয়। তবে দমকল কর্মীদের নিরন্তর প্রচেষ্টায় সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় জখম হয়েছেন ওই বাড়ির এক মহিলা। জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।