পরিযায়ী ও প্রবাসীদের ভোটার তালিকায় নাম তুলতে সাহায্যের নির্দেশ অভিষেকের
দৈনিক স্টেটসম্যান | ০২ নভেম্বর ২০২৫
এসআইআর-এ নাম তুলতে পরিযায়ী শ্রমিক ও ভিনরাজ্যের পড়ুয়াদের বিশেষভাবে সাহায্য করার নির্দেশ দিয়েছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দেন। মালদহ এবং মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের কথা উল্লেখ করেন অভিষেক বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের জন্য পরিবারের সদস্যরা প্রামাণ্য নথি দিয়ে এনুমারেশন ফর্ম ফিলআপ করতে পারেন। তবে সেই ফর্ম যেন নিখুঁত হয়। আর যদি পরে কোনও প্রশ্ন ওঠে, তবে কিন্তু তাঁকে সশরীরে এসে হাজির হতে হবে। এই বিষয়টি ফর্ম পূরণ করার সময় পরিবারকে জানিয়ে দিতে হবে বিএলএ ২-দের।‘
এনুমারেশন ফর্ম জমা দেওয়ার আগে পরিযায়ী শ্রমিকদের ছুটি নেওয়ার পরামর্শ দিয়েছেন অভিষেক। বহরমপুর সাংগঠনিকে জেলার নেতাদের অভিষেকের নির্দেশ, ‘জেলায় ৭০০ বুথ বেড়েছে। আর জেলার বহু মানুষ ভিনরাজ্যে থাকেন। সকলেরই এনুমারেশন ফর্ম ১০০ শতাংশ ফিলআপ করাতেই হবে।‘ অভিষেক আরও বলেন, ‘একমাস সময় আছে, ফিরে এসে ফর্ম ফিলআপ করতে বলুন।‘
পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি প্রবাসী ভোটারদের জন্যও একই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে তিনি বলেন, ‘যাঁরা বিদেশে আছেন, তাঁদের অবশ্যই খবর দিতে হবে। তাঁদের ভোটার তালিকায় নাম তোলার ফর্মও পরিবারের সদস্যরা পূরণ করে দিতে পারেন। প্রয়োজনে সশরীরে হাজিরা দিতে হতে পারে। তাই তাঁদের পুরো বিষয়টি জানিয়ে অবশ্যই খবর দিতে হবে।‘