‘১০০ শতাংশ পাকিস্তানের এজেন্ট’, গগৈকে ফের আক্রমণ হিমন্তের
প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সাংসদ গৌরব গগৈ-এর সঙ্গে যোগ রয়েছে পাকিস্তান এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের। বারবার এই অভিযোগ তুলেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেই ধারা বজায় রেখে ফের একবার তিনি নিশানা করলেন কংগ্রেস সাংসদকে। বললেন, “গগৈ ১০০ শতাংশ পাকিস্তানের এজেন্ট। বহিরাগত শক্তির সমর্থনে তিনি ভারতে রয়েছেন।” এমনকী গগৈকে চ্যালেঞ্জ করে হিমন্ত জানান, যদি কংগ্রেস সাংসদের সাহস থাকে, তাহলে তিনি মানহানির মামলা করে দেখাক।
বলে রাখা ভালো, হিমন্ত তাঁর অভিযোগ প্রমাণ করতে কয়েকমাস আগে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সম্প্রতি সেই রিপোর্ট তাঁর এসেছে। প্রাথমিকভাবে ওই রিপোর্টটিকে ‘মারাত্মক এবং ভয়াবহ’ বলে উল্লেখ করেছিলেন তিনি। তিনি বলেন, “রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিটের এই রিপোর্ট নিয়ে কিছু আলোচনা হয়েছে। শীঘ্রই আমরা তা প্রকাশ্যে আনবো। আপাতত আমি শুধু এইটুকু বলতে পারি যে এই রিপোর্ট ভয়াবহ এবং মারাত্মক।” তিনি আরও বলেন, “আমরা গোটা বিষয়টিকে বৃহত্তর পরিসরে আনার চেষ্টা করছি। কারণ, গগৈ কংগ্রেসের সাংসদ। তাই তাঁর আসল চরিত্র সম্পর্কে গোটা দেশের জানা উচিত।” এই পরিস্থিতে গগৈ-এর বিরুদ্ধে ফের একবার সুর চড়ালেন অসমের মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বিজেপি অভিযোগ তুলেছিল গৌরবের স্ত্রী এলিজাবেথ কলবোর্নের যোগ রয়েছে আইএসআইয়ের সঙ্গে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কলবোর্ন পাকিস্তানে দীর্ঘদিন কাজ করেছেন। পাকিস্তানের প্ল্যানিং কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে ইসলামাবাদে কাজ করেছেন। মার্কিন ধনকুবের জর্জ সোরসের একটি সংস্থার সঙ্গেও তাঁর যোগ রয়েছে। গৌরবের স্ত্রীর এখনও ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে বলেও দাবি করে বিজেপি। এ নিয়ে একটি পোস্ট করেন হিমন্তও। গৌরবের নাম না করে তাঁর বক্তব্য, এক তরুণ নেতার স্ত্রীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ উঠছে। এটা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। ওই নেতার উচিত এ নিয়ে সব তথ্য প্রকাশ করা। যদিও সেই অভিযোগ পরে খণ্ডন করেন গৌরব।