• ‘বই পড়লে দেশ এগোবে’, গোরক্ষপুর বইমেলা উদ্বোধনে তরুণ প্রজন্মকে বার্তা যোগীর
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • হেমন্ত মৈথিল, গোরক্ষপুর: ১ নভেম্বর, শনিবার দীন দয়াল উপাধ্যায় গোরক্ষপুর বিশ্ববিদ্যালয়ে ‘গোরক্ষপুর বুক ফেস্টিভ্যাল ২০২৫’-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ন্যাশনাল বুক ট্রাস্ট (NBT) এবং DDU-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ৯ দিনের উৎসবে ২০০টিরও বেশি স্টলে বিভিন্ন ঘরানার বই প্রদর্শিত হবে। উৎসব চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

    অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিশুদের স্মার্টফোন ছেড়ে বইয়ের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দেন। তিনি ভালো বইকে “ব্যক্তির সবচেয়ে সৎ পথপ্রদর্শক ও সঙ্গী” হিসেবে বর্ণনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উক্তি তুলে ধরে তিনি বলেন, “বই পড়লে দেশ এগোবে”।

    যোগী আদিত্যনাথ বলেন, গীতা প্রেসের মাধ্যমে গোরক্ষপুর এক শতাব্দীর বেশি সময় ধরে সনাতন ধর্মের বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। তিনি এই অঞ্চলের প্রখ্যাত সাহিত্যিক ফিরাক গোরক্ষপুরী, মুন্সি প্রেমচাঁদ সহ অন্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

    আগামী ৯ দিন ধরে বইমেলায় আলোচনা, সেমিনার, নতুন বইয়ের প্রকাশনা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডবল-ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে গ্রন্থাগারের বিশাল নেটওয়ার্ক তৈরি করছে। ৫৭,৬০০ গ্রাম পঞ্চায়েতে গ্রন্থাগার তৈরির কথা বলা হয়েছে। প্রায় ১ লাখ ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি ও ডিজিটাল পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে।

    যুবকদের সতর্ক করে যোগী বলেন, স্মার্টফোনের ওপর অতিরিক্ত নির্ভরতা ক্ষতিকারক। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা ‘Exam Warriors’ বইটি প্রতিটি শিক্ষার্থীর পড়া উচিত। তাঁর মতে, ধর্ম, পরিবেশ, প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত বই জ্ঞান ও অনুপ্রেরণা দুই-ই দেয়। তিনি স্মার্টফোনে কম সময় খরচ করে বই পড়ার পরামর্শ দেন।

    মুখ্যমন্ত্রী জানান, দেব উত্থানী একাদশীর পবিত্র দিনে এই বইমেলার উদ্বোধন রাজ্যের জন্য শুভ সংকেত। তিনি অঙ্গনওয়াড়ি দিদিদের হাতে বই উপহার দেন এবং NBT ও DDU আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের সম্মানিত করেন। অনুষ্ঠানে সাংসদ রবি কিষাণ শুক্লা, DDU উপাচার্য প্রফেসর পুনম ট্যান্ডন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
  • Link to this news (প্রতিদিন)