জানা গিয়েছে, দিল্লির শাস্ত্রি নগরের বাসিন্দা মুকেশ কুমার এবং তাঁর ছেলে সুমিত কুমার দীপাবলির উদযাপনে বিতর্কের সৃষ্টি করেছেন। দীপাবলির সময় শূন্যে বন্দুক চলিয়ে উৎসব করেন সুমিত। সেই ঘটনার ভিডিও করেছেন সুমিতের বাবা মুকেশ। সমাজ মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও। এরপরেই তাঁদের দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে বন্দুকটি মুকেশের নামে নথিভুক্ত রয়েছে। যদিও, তাঁর বন্দুকের লাইসেন্সের মেয়াদ উত্তির্ণ হয়ে গিয়েছে। ৪২ বছরের মুকেশের মিষ্টির দোকান রয়েছে। তাঁর একটি কেটারিং ব্যবসাও রয়েছে। ২২ বছরের সুমিত এবং তাঁর বাবা মুকেশের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ‘৩০ অক্টোবর পুলিশের কাছে সুমিতের ভাইরাল ভিডিও খবর আসে। সেই সময় শাস্ত্রি নগরে মাদক-বিরোধী বাহিনী টহল দিচ্ছিল। দ্রুত দোকানে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে সুমিত জানিয়েছেন, সমাজ মাধ্যমে জনপ্রিয়তা পেতে এই ঘটনা ঘটায় ওই যুবক। দীপাবলির রাতে বাবার ড্রয়ার থেকে বন্দুক নিয়ে নিজেই গুলি চালায় সে। এরপরে সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে সে।
যদিও, বন্দুকের লাইসেন্সের মেয়াদ উত্তির্ণ হয়ে গিয়েছে তা জানার পরেই পুলিশ মুকেশকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে বন্দুকটি।