ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, জেদ্দা থেকে হায়দরাবাদগামী উড়ানের জরুরি অবতরণ মুম্বইয়ে
প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। সৌদি আরবের জেদ্দা থেকে হায়দরাবাদগামী বিমানটি জরুরি অবতরণ করল মুম্বইয়ে। ১৯৮৪ সালের মাদ্রাজ বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় উড়িয়ে দেওয়া হবে বিমানটিকে, এমন হুমকির পরেই ইন্ডিগোর বিমানটিকে দ্রুত মুম্বই বিমানবন্দরে নামানো হয়। এক বিবৃতিতে বিমান সংস্থা জানিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। যদিও বিপজ্জনক কিছ মেলেনি। যাত্রীদের অসুবিধা লাঘবে সর্বাত্মক প্রচেষ্টা হয়েছে।
বিমান সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “১ নভেম্বর ২০২৫ তারিখে জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর উড়ান ৬ই৬৮-এ একটি নিরাপত্তা হুমকি আসে এবং বিমানটিকে মুম্বইতে ঘুরিয়ে দেওয়া হয়। নির্দিষ্ট প্রোটোকল মেনে আমরা তখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি এবং বিমানটির পরবর্তী উড়ানের ছাড়পত্র দেওয়ার আগে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা করা হয়।”
ইন্ডিগোর তরফে আরও বলা হয়েছে, বিমান যাত্রী দুর্ভোগ কমাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের জন্য খাবার, পানীয়ের ব্যবস্থা করা হয়। পরিস্থিতির বিষয়ে নিয়মিত অবগত কর হয়। “যাত্রীদের কথা মাথায় রেখে বিমানের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।” জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।