জনকল্যাণে তৎপর প্রশাসন, কোনও সমস্যাই ফেলে রাখা হবে না, ‘জনতা দর্শনে’ যোগী
প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
হেমন্ত মৈথিল, গোরক্ষপুর: ১ নভেম্বর, শনিবার সকালে গোরক্ষপুর সফরে এসে গোরক্ষনাথ মন্দিরের মহন্ত দিগ্বিজয়নাথ স্মৃতি ভবনের অডিটোরিয়ামে ‘জনতা দর্শন’ অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আবহাওয়ার প্রতিকূলতার কারণে এবার এই অডিটোরিয়ামের ভেতরে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এই অনুষ্ঠানে প্রায় ২০০ জন মানুষ তাঁদের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন, যার মধ্যে বিপুল সংখ্যক মহিলা ছিলেন।
মুখ্যমন্ত্রী মনোযোগ সহকারে উপস্থিত সকলের অভাব-অভিযোগ শোনেন। তিনি স্পষ্ট জানান, তাঁর সরকার কোনও পরিস্থিতিতেই অবিচার সহ্য করবে না। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন, যাতে দ্রুততার সঙ্গে প্রতিটি সমস্যার সন্তোষজনক সমাধান সম্ভব হয়।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি ব্যক্তি যেন সরকারি প্রকল্পের সুবিধা পান। পাশাপাশি, জমি দখলকারী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি আধিকারিকদের নির্দেশ দেন।
অনেক মানুষ গুরুতর অসুস্থতার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান। মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দেন, অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ হবে না। তিনি চিকিৎসার আনুমানিক খরচের হিসেব দ্রুত তৈরি করে সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন।
যোগী আদিত্যনাথ জনগণকে আশ্বস্ত করে বলেন, সরকার প্রতিটি ভুক্তভোগীর পাশে আছে এবং বিশেষ করে অপরাধ সংক্রান্ত সমস্ত বৈধ অভিযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে।