• ফের ওড়িশায় গণধর্ষণ! কাজ সেরে ফেরার পথে তরুণীকে ‘নির্যাতন’ মুখোশ পরা দুষ্কৃতীদের
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের গণধর্ষণের অভিযোগ ওড়িশায়। অফিস সেরে ফেরার পথে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ তিন জনের বিরুদ্ধে। নির্যাতিতার চোখেমুখে স্প্রে করে কার্যত অচৈতন্য অবস্থায় গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার সুবর্ণপুর জেলায়। ইতিমধ্যে সন্দেহভাজন দু’জনকে আটক করেছে পুলিশ। বাকি একজনের খোঁজে চলছে তল্লাশি। গত কয়েকদিন আগেই ওড়িশার ময়ূরভঞ্জে আদিবাসী দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগ সামনে আসে। ‘যাত্রা’ দেখে ফেরার পথে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। বিজেপিশাসিত রাজ্যে একের পর এক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তাও।

    পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাতে ওই তরুণী কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় অজ্ঞাত পরিচয়ের তিনজন তাঁর পথ আটকে দাঁড়ায়। নির্যাতিতার অভিযোগ, সবার মুখ কাপড়ে ঢাকা ছিল। পরিচয় ঢাকতেই অভিযুক্তরা মুখে কাপড় ঢাকা রেখেছিল বলে দাবি। শুধু তাই নয়, হঠাৎ করেই ওই তরুণীর চোখেমুখে কিছু একটা স্প্রে করে দেয়। আর তাতে ওই তরুণী কার্যত অচৈতন্য হয়ে পড়লে রাস্তার ধারে নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই অবস্থাতেই অভিযুক্তরা তাঁকে রাস্তায় ফেলে চম্পট দেয়।

    পরে বাড়িতে ফিরে পরিবারকে গোটা ঘটনা খুলে বলেন নির্যাতিতা। এরপরেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। স্থানীয় এক শীর্ষ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ”অভিযুক্তরা নির্যাতিতার মুখে বেশ কিছু স্প্রে করেছিল। আর তাতে জ্ঞান হারিয়ে ফেললে সেই সময় জঘন্য এই অপরাধ সংগঠিত হয়।” যদিও ঘটনার পরেই সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে। বাকি একজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। শুধু তাই নয়, বিভিন্ন প্রমাণ জোগাড়ের চেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে ওড়িশায় একের পর এক ধর্ষণের ঘটনার খবর সামনে এসেছে। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজাও। এর মধ্যেই ফের গণধর্ষণের অভিযোগ।
  • Link to this news (প্রতিদিন)