• শিক্ষকের ব্যবহারে মানসিক অবসাদ! জয়পুরে স্কুলেই ‘আত্মহত্যা’ ষষ্ঠ শ্রেণির ছাত্রীর
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের পাঁচ তলা থেকে পরে মৃত্যু হল এক পড়ুয়ার। ওই স্কুলেরই ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে রাজস্থানের এক বেসরকারি স্কুলে।

    জানা গিয়েছে, শনিবার সকালে অন্যান্য দিনের মতই স্কুলে গিয়েছিল ওই ছাত্রী। হঠাৎই স্কুলের নিচে খুঁজে পাওয়া যায় তাঁর রক্তাক্ত দেহ। দ্রুত তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। যদিও, সেখানেই ওই পড়ুয়াকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।

    অভিভাবকদের যৌথ সংগঠনের পক্ষ থেকে এই ঘটনায় আত্মহত্যার অভিযোগ করা হয়েছে। সংগঠনের মুখপাত্র অভিষেক জৈনের দাবি, স্কুলের এক শিক্ষকের ব্যবহারে অবসাদগ্রস্ত হয়ে পরে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া আমাইরা। সেই কারণেই স্কুলের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছে বলে দাবি করেন তিনি। জৈন বলেন, “আমরা অনেক পড়ুয়ার সঙ্গে কথা বলেছি। শিক্ষকের ব্যবহারে অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যা করেছে ওই পড়ুয়া।” পাশপাশি, স্কুলের বিরুদ্ধে প্রমাণ নষ্ট করার অভিযোগও করেছেন তিনি।

    মানসরবরের এসএইচও লাখন খাতানা জানিয়েছেন, “ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। এই ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে।” তিনি আরও জানিয়েছেন, শিশুটি পরিবারের উপস্থিতিতে মৃতদেহের ময়নাতদন্ত হচ্ছে। তদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।”

    এই ঘটনায় দুঃখপ্রকাশ করে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “স্কুলের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল।” জেলার শিক্ষা আধিকারিককে ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)